যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
আমাদের প্রত্নসম্পদ পাচারঃ আমাদের স্মরণ শক্তি ক্ষীণ, দু'দিন পরই আমরা সব ভুলে যাই; সেই সুযোগই ব্যবহার করতে চায় কি কেউ ??
হয়তো !! সব কিছুই আমরা দ্রুত ভুলে যাই, আর ঘটনাবহুল দিনযাপন, মানুষ কোনটা ছেড়ে কোনটাই বা মনে রাখবে ??
আমরা আমাদের সংগ্রামের ইতিহাস ভুলে যাই, ভুলে যাই নিজের জাতিস্বত্ত্বা । সেই তুলনায় হয়তো সামান্য (!!!) কয়েকটি প্রত্নসম্পদ, ক'দিনই বা মনে রাখবে মানুষ ?? পাচারকারী চক্র হয়তো সেই সুযোগই আছে ।
প্রত্নসম্পদ পাচার হলো, আমরা প্রতিবাদে সবাই সরব হলাম , সংষ্কৃতি উপদেষ্টা ইস্তফা দিয়ে গায়ে বাচলেন কিন্তু ততোক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে ।
প্রত্নতত্ত্বসম্পদ পগাড় পার আর একটি লোপাট । সাথে সাথে ব্যর্থতার দায়ভার মাথায় চেপে মহান উপদেষ্টা পদত্যাগ করলেন । খুব ভালো কিন্তু সেই অমূল্য প্রত্নসম্পদ কে ফিরিয়ে দেবে যা খোয়া গেছে কিংবা যে ফ্রান্সে গেছে ?? তার দায়ভার কি উপদেষ্টা নিয়েছেন কিংবা সেগুলো ফেরত আনার কোন ব্যবস্থা ?? এই অমূল্য সম্পদ বিদেশে পাচারে যে অনিয়ম তার তদন্ত রিপোর্ট কি এখন হয়েছে, দোষীদের বিচার করা??
জানি, সব উত্তর না । কেননা আমরা ক্ষীণ স্মরণ শক্তিধর, সেই সুোগই সবাই নেয়, নিচ্ছে ।
৯ ফেব্রুয়ারী প্রত্নসম্পদ গুলো ফেরত আসার কথা ছিল কিন্তু আসছে না ।
কেননা ফ্রান্সের গিমে জাদুঘরের পরিচালক অসুস্থ থাকার কারণে পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হবে।
আসুন প্রত্নসম্পদ দেশে ফেরতের ব্যাপারে তৎপর হই, সেগুলো ফেরত এলে যথাযথ ভাবে পরীক্ষা করে রেপ্লিকা কিনা তা নিশ্চিত করে ফেরত নেই । আর এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের যথাযথ বিচারের সম্মুক্ষীণ করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।