১৯৭৭ সালের জেমস বন্ড মুভি ‘স্পাই হু লাভড মি' তে ব্যবহৃত হয়েছিল এই সাবমেরিন গাড়িটি৷
বন্ড ভক্তদের নিশ্চয় মনে আছে, ঐ ছবিতে হেলিকপ্টার থেকে ছোঁড়া ভিলেনের গুলি থেকে বাঁচতে বন্ডের চরিত্রে রজার মুর-এর বন্ডগার্ল বারবারা বাখকে নিয়ে তাঁর সাবমেরিন কারটি পানির নিচে নিয়ে গিয়েছিলেন৷সাদা রংয়ের ‘লোটাস এসপ্রি' নামের সেই সাবমেরিন কারটি সোমবার লন্ডনে নিলামে তোলা হয়েছিল৷
নিলামকারী কোম্পানি আরএম অকশন এর আশা ছিল কারটি সাড়ে ছয় থেকে নয় লাখ পাউন্ডে বিক্রি করবে৷ কিন্তু সেটা বিক্রি হয়েছে সাড়ে পাঁচ লাখ পাউন্ডে৷ টেলিফোনে পরিচালিত এই নিলামটি ইন্টারনেটে সরাসরি প্রচারিত হয়৷ নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক লাখ পাউন্ড৷
অবশ্য নিলামের পর এই দাম পেয়েও নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন আরএম অকশন ইউরোপের কর্মকর্তা পিটার হেইনস৷ তিনি বলেন, ‘মনে রাখতে হবে গাড়িটি রাস্তায় চলে না৷ তারপরও এতো দাম ওঠা এটাই প্রমাণ করে যে বন্ড সংশ্লিষ্ট জিনিসের মূল্য অনেক৷’
আরএম অকশন এর আগে ২০১০ সালে ‘গোল্ডফিঙ্গার' আর ‘থান্ডারবল' মুভিতে শন কনারির ব্যবহার করা ‘অ্যাশ্টন মার্টিন ডিবি৫' কারটি ২৯ লাখ পাউন্ডে বিক্রি করেছে৷
- See more at: http://www.priyo.com/2013/09/10/30853.html#sthash.ZhtIcni7.dpufঅনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।