রাজাকার মুক্ত ব্লগ চাই
কারওয়ানবাজারের চাঁদাবাজ নবী সোলায়মানের ১৭ বছরের কারাদ-
নবাবগঞ্জের ৬ চাঁদাবাজকে ৮ বছর করে জেল
আদালত প্রতিবেদক
লাইসেন্সবিহীন অবৈধ অস্টú ও গুলি দখলে রাখার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ ও সšúাসীদের গডফাদার নবী সোলায়মানকে দোষী সাব্যস্টø করে ১৭ বছরের সশস্টú কারাদ দেওয়া হয়েছে। গতকাল বৃহ¯ক্সতিবার ঢাকার ৪ নল্ফ^র দ্র“ত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ ইসরাইল হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে নবী সোলায়মানকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে দি ত কয়েদি আসামি হিসেবে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতে ৬ চাঁদাবাজের প্রত্যেককে ৮ বছর করে কারাদ দেওয়া হয়েছে।
র্যাব-২ গত বছরের ৮ ফেব্র“য়ারি কারওয়ান বাজার থেকে নবী সোলায়মানকে গ্রেফতার করে। পরে তার ৮২/৪ নর্থ তেজতুরী বাজারের বাসা থেকে একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উ™ব্দার করা হয়। ১৩ জন সাক্ষী রা®দ্ব্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দেন। নবী সোলায়মান কারওয়ান বাজারের কাঁচামাল দোকান মালিক সমিতির সভাপতি ছিল।
চাঁদাবাজির অভিযোগে ঢাকার নবাবগঞ্জের শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর আলম ওরফে ব্যস্টø খোকনসহ ৬ জনকে দোষী সাব্যস্টø করে প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদ দেওয়া হয়েছে।
গতকাল ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এসএম ছাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ব্যস্টø খোকন ছাড়া মামলার অন্য আসামিরা হচ্ছে শামীম, মজিবর কবিরাজ, কালু, নহৃর ইসলাম ও আবদুল আলিম ওরফে আক্কেল। শেষোক্ত তিনজন পলাতক।
রা®দ্ব্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মোঃ মোহসীন মিয়া ও এপিপি শহীদ হোসেন ঢালী। এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গত বছরের ৩১ মার্চ নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন গোবিন্দপুরের মৃত মছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ এর অšøর্ভুক্ত ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।