আমাদের কথা খুঁজে নিন

   

নবীর নামের অপমানের জন্যে ওর আরো বেশী শাস্তির দরকার। প্রয়োজনে সৌদী আরব পাঠায়ে কল্লা ফালানো দরকার।

রাজাকার মুক্ত ব্লগ চাই

কারওয়ানবাজারের চাঁদাবাজ নবী সোলায়মানের ১৭ বছরের কারাদ- নবাবগঞ্জের ৬ চাঁদাবাজকে ৮ বছর করে জেল আদালত প্রতিবেদক লাইসেন্সবিহীন অবৈধ অস্টú ও গুলি দখলে রাখার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ ও সšúাসীদের গডফাদার নবী সোলায়মানকে দোষী সাব্যস্টø করে ১৭ বছরের সশস্টú কারাদ দেওয়া হয়েছে। গতকাল বৃহ¯ক্সতিবার ঢাকার ৪ নল্ফ^র দ্র“ত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ ইসরাইল হোসেন এ রায় ঘোষণা করেন। এর আগে নবী সোলায়মানকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে দি ত কয়েদি আসামি হিসেবে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতে ৬ চাঁদাবাজের প্রত্যেককে ৮ বছর করে কারাদ দেওয়া হয়েছে।

র‌্যাব-২ গত বছরের ৮ ফেব্র“য়ারি কারওয়ান বাজার থেকে নবী সোলায়মানকে গ্রেফতার করে। পরে তার ৮২/৪ নর্থ তেজতুরী বাজারের বাসা থেকে একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উ™ব্দার করা হয়। ১৩ জন সাক্ষী রা®দ্ব্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দেন। নবী সোলায়মান কারওয়ান বাজারের কাঁচামাল দোকান মালিক সমিতির সভাপতি ছিল। চাঁদাবাজির অভিযোগে ঢাকার নবাবগঞ্জের শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর আলম ওরফে ব্যস্টø খোকনসহ ৬ জনকে দোষী সাব্যস্টø করে প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদ দেওয়া হয়েছে।

গতকাল ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এসএম ছাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ব্যস্টø খোকন ছাড়া মামলার অন্য আসামিরা হচ্ছে শামীম, মজিবর কবিরাজ, কালু, নহৃর ইসলাম ও আবদুল আলিম ওরফে আক্কেল। শেষোক্ত তিনজন পলাতক। রা®দ্ব্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মোঃ মোহসীন মিয়া ও এপিপি শহীদ হোসেন ঢালী। এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গত বছরের ৩১ মার্চ নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন গোবিন্দপুরের মৃত মছির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন।

মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭ এর অšøর্ভুক্ত ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.