বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
আমি গান তেমন ভালো গাইতে পারি না। তবে অন্যান্য অনেকের মতোই সুর ভাজতে পারি। ইদানিং হঠাৎ করেই কেন জানি গান লেখার শখ হয়েছে। বিষয়টাকে শখ বলাই ভালো। কম্পিউটারে সং নামে একটা ফোল্ডার খুলেছি।
সেখানে প্রতিনিয়তই গানের সংখ্যা বেড়ে চলেছে।
আমার প্রিয় গানগুলোর একটা তালিকা আছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে। সেই গানগুলোই বেশি শুনা হয়।
রাতের বেলাগুলো ইদানিং কেমন যেন হয়ে গেছে। কিছু গান রাতের উপলব্ধিটা নতুন করে আপন করে নেয়ার সুযোগ করে দেয়।
আমি আজ রাতেই কোন একটি গান গাইতে চাই। কারণ ...............। কারণটা অনেক করেই, অনেক রকমেই বের করা যায়। তারচে কারন না বের করেই গানটা গেয়ে যাই, সেই ভালো।
ও ভালো কথা, গানটা সঞ্জীবদার লেখা।
"আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দিবো, সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
আমি কাউকে বলিনি সে নাম,
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া।
তবে তাই হোক, তীরে নামুক প্লাবন,
দিনে হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দিবো, সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
"
আমি এখনও সেই বিরাণ পথেই হেটে চলেছি। আরো অনেকদুর হাটতে চাই, অনেক অনেক দুর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।