আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন ধরে শুনে মরছি যে গানটি

বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও বন্ধুরে... ঐ হৃদয়তরী ভাসেনাগো শুধুই চোখের জলে এই পালে হাওয়া লাগে কি আর তুমি না আসিলে আমি আর গুন টানুমনা... বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও দিন কাটেনা রাত কাটেনা তোর বিহনে আর নাও ভাসেনা বন্ধুরে... আমার পানিতে ঘর তোর আশায় পালকি হয়ে দোলে তোর চোখের মত আমি ভাসি রাতেরও কাঁজলে আমি আর নোঙর তুলুমনা বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও বন্ধু মোর দেহ কাটি বানামু এক নাও গায়কঃ বাপ্পা মজুমদার ডাউনলোড লিংকঃ বন্ধু মোর দেহ কাটি গানের লেখককে আমি জানিনা। ব্লগার রানা অবশ্যই জানবেন। গানটি খুব ধীর লয়ের। আমি সুর বুঝিনা, তবে আবেগটুকু বুকের ভেতর লাগে। বন্ধুরে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।