আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় স্বাধীনতার গানটি

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

লিরিক্স... কি দেখার কথা কি দেখছি কি শোনার কতা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি ।

স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার । স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ী স্বাধীনতা কি ফুটপাথে শোওয়া গৃহহীন নরনারী স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশান শো স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদবালা । স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড স্বাধীনতা কি পানির ট্যাংক গলিত লাশের গন্ধ স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ স্বাধীনতা কি সন্ত্রাসীর হাতে মারণাস্ত্রের গর্জন স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন । আজ নেই বগী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার আজ তবু কি লাখো শহীদেও রক্ত যাবে বৃথা আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা। (গানটি ফাইস্যা গেছি এলবামের) লিরিক্সটা প্রজন্ম ফোরাম থেকে নিয়েছি.... ইউটিউব লিংক http://www.youtube.com/watch?v=LLtMCJTbs-Y গিফারের পদ্ধতি অনুসরণ করে ডাউনলোড করুন।

লিংক কিছুক্ষণ পরে পোস্টের শেষে এড করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.