আমাদের কথা খুঁজে নিন

   

সিমান্ত সুরক্ষা নিয়ে আমাদের ভাবনা



প্রিয় দেশ বাসী ও বন্ধুগন ****** পরিবেশ বন্ধুর মুক্ত মতামত । । আবারও বিএসফ কর্তৃক বাংলাদেশী যুবক আটক , এ ব্যাপারে বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সেনাদের মধ্য দফায় দফায় পতাকা বৈঠক চলছে । । স্বাধীন ভাবে আমাদের রক্ষন শীল সিমান্ত থেকে এ পর্যন্ত ৫ বছরে পায় ২শত বাঙ্গালি এদের নিকট অপহৃত হয় এবং শত শত গরু ব্যাবসায়ি গুলিবিদ্ধ হয় ।

ফেলানির মত বালিকা খুন হয় , এবং তাদের উৎপীড়ন নির্যাতন দিন দিন বাড়তে থাকে । । একটা স্পষ্ট কাতর অমানবিক দিক এদের পৈশাচিক আচার আচরনে আজ সিমান্ত বর্তি মানুষ দের নিকট ভয়াল আতঙ্কের কারন । । স্বাধীনতার এত বছর পর আজও বাংলাদেশ সিমান্ত কেন অরক্ষিত বিষয় অনেক ভাবনার জন্ম দেয় ।

আমাদের স্বাধীন বাংলার সীমারেখা প্রায় ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কি ঃ মিটার , স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সিমান্ত খুঁটি স্থাপন করে কাঁটা তারের বেড়ি দেয় , পরবর্তীতে সিমান্ত খুঁটি দালাল এবং চুর দের যুগ সাজসে উদাও হতে থাকে । । কারন এসব খুঁটির মধ্য রাসায়নিক ডায়নামো এবং দামি ইউরেনিয়াম চুম্ভক ও নানা ধাতু মিশ্রিত ছিল । । স্বাধীনতার ৪২ বছর পর ও এ বিষয় টি অন্ধকারই থেকে যায় ।

। এখন আমাদের উচিৎ আবারও সারা বাংলাদেশ সিমান্ত রক্ষন শীল ভাবে খুঁটি ও কাঁটা তারের বেড়ী নির্মাণে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহন করা । । আমরা যেহেতু গরীব রাস্ট চীনের প্রাচীর বানানো না গেলেও অন্তত নিরাপদ সিমান্ত রক্ষণশীলতার একটা জুড়াল ভুমিকা পালন করা দরকার । ।

আর বিজিবি ও অন্যান্য আইন শ্রিংখলা বাহিনীকে আরও শক্তিশালী ভাবে সিমান্ত রক্ষায় তাদের উপুযুক্ত পরিবেশ , আবাসন এবং বেতন ভাতা বৃদ্ধির মাধ্যমে চৌকস ভাবে গড়ে তূলা হোক আমাদের জাতীয় নিরাপত্তা ও সুনিশ্চিত বাংলাদেশের সুরক্ষা । । কবি ভারত সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা- কিছু অপ্রিয় কথা mukto-mona.com [প্রাক্তন আধারকে একটি কমেন্ট করার সময় ভাবলাম পোষ্টাকারেই দেই] সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার সাথে আমাদের সংস্কৃতিরও এক বিশেষ দিক জড়িত আছে, ভারতের সংস্কৃতিও এমন কিছু উন্নত নয়। সেটা হল উর্দিওয়ালারা যা ইচ্ছে করতে পারে, বিশেষ করে গরীব লোকের ওপর, সরকার গা করবে না, বড়জোর কিছু মানবাধিকার সংস্থা কান্নাকাট... Like · · Share

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।