দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
আজ সকালে আমি আর চ্যানেল আই এর সাংবাদিক পান্থ রহমান রওয়ানা হলাম লিবিয়া- মিশরের সিমান্ত সাল্লুমে। আমরা এখন গাড়িতে আছি, ভুমধ্যাগরের তির ঘেশে আমাদের গাড়িটি যাচ্ছি লিবিয়ার দিকে।
পথিমধ্যে মনে পরল আমার ব্লগার ভাইদের কথা, তাই গাড়িতে বসেই লেখা শুরু করলাম।
আমাদের আপডেট দেখতে চোখ রাখুন চ্যানেল আই ের সংবাদে, আগামি কাল আপনারা দেখতে পাবেন আমাদের আপডেট।
কোন বাংলাদেশি ভাইরা যোগাযোগ করতে চাইলে ফোন বা এস এম এস করতে পারেন এই নম্বরে:
০০২ ০১৯০ ৪৪ ৫২ ১৬
পান_থ ভাইয়ের সাথে যোগাযোগ:
০০২ ০১০১১৪২৯০৪
আমরা সকল বাংলাদেশি ভাইদের কাছে দোয়া চাই, যেন নিরাপদে ফিরতে পারি।
একটু আগে সংবাদ পে লাম আমাদের মাননিয় পররাস্ট্র মন্ট্রি মিশরের আলেকজাডিয়ায় নামছেন, তিনি আজ রাতে বাংলাদেশিরেকে বিমানে উঠি্যে কাল ভোরে সিনান্তে যাবেন, সেখানে আমরা ওনার সাখাতকার নিব,
আপনারা চোখ রাখুন চ্যানেল আইতে,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।