আমাদের কথা খুঁজে নিন

   

সিমান্ত হত্যা নিয়ে আমাদের উদাসিনতা.........

পাকিস্তান কর্তৃক ভারত-পাকিস্তান সীমান্তে এক জনের পরিবর্তে দুই জন ভারতীয় সেনা হত্যা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মিঃ মন মোহন সিং বলেছেন সীমান্তে হত্যা কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এবং ইহা আন্তর্জাতিক আইনের লঙ্গন। এই অবস্থায় ভারতের পক্ষে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। - সূত্র চ্যানেল আই বি স ফ প্র্ায় প্রতিদিন কোন না কোন বাংলাদেশিকে মারছে। তবে কেন আমাদের প্রশাসন কোন কঠিন পদেক্ষপ নিেচ্ছ না? ভারত যে হারে সীমান্তে মারা শুরু করছে তা না আবার ইসরায়েল আর ফিলিস্তিন এর মতো অবস্থা হয়ে যায়।একবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে Economist এর একটি প্রতিবেদনে একজন ব্রিটিশ যথার্থই মন্তব্য করেছিলেন যে, “India is the Israel of south Asia ” অর্থাৎ ভারত হচ্ছে দক্ষিন এশিয়ার ইসরায়েল। এটা কোন ধরনের মসকরা .....বি স ফ এর প্রধান বলেন সীমান্তে হত্যা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়, এটা অনাকাক্ষিত। এভাবে আর কতোদিন? বাংলাদেশ এর উচিত সীমান্তে হত্যা ইস্যু টা আর্ন্ত্জাতিকভােব উপস্থাপন করা আর্ন্ত্জাতিক মহল থেকে বিচার চাওয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।