আমাদের কথা খুঁজে নিন

   

পরিমিত জলের হলুদে



পরিমিত জলের হলুদে ফকির ইলিয়াস -------------------------------------------------- বিন্যস্ত আগুন খুঁজি পরিমিত জলের হলুদে পেরিয়ে রাতের রেখা, দেখা পাই নমিত ভোরের তুমি কি মোহের গোলক,প্রতিবেশী আরোও দূরের এভাবেই থেকে যাবে আজীবন বোধে ও বারুদে। জ্বলতে শিখেছি নিজে , তাই বুঝি দ্রোহের ক্ষরণে আর কোনো ক্ষতি নেই, জেনে গেছি আলোর আদিম নামে-প্রেমে ডুবে থাকা , আর খোঁজা বর্ষা প্রতিম বৃষ্টির রেণু-রাগে , যে নগর সেজেছে বরণে। আমাকেও সে নগরে যদি দাও প্রবেশাধিকার পানশী সাজিয়ে তবে পাড়ি দেবো ভিন্ন উজান আরতো কিছুই নেই , বুকে শুধু বিরহের গান বেহালা বাজিয়ে শোধ,করে যাবো জীবনের ধার। দেবার কিছুই নেই রেখে যাবো ছিটে প্রেমশূল ইলিয়াসের বিরহচিতা দেখুক এই নগর গোকুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।