© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
আগে আমরা অন্ধকারে পিসি চালিয়ে সেই আলোতেই অনেক কিছু করে ফেলতে পারতাম। আর এখন ভিস্তা ব্যবহার করতে গিয়ে দেখি পিসির আলো দিয়ে কিছু করা তো দুরের কথা বরং পিসির ভেতরে কি দেখাচ্ছে তা দেখার জন্য একটা এক্সট্রা মোমবাত্তি কিনে আনতে হবে। এর কারনটা কি কেউ জানেন? হয়েছে কি, বেশ কিছুদিন আগে যখন বিল গেটস বাংলাদেশ ভ্রমন করে গেলেন তখন তিনি বাংলাদেশের কিছু পছন্দ না করলেও লোডশেডিং টা খুব পছন্দ করছেন। প্রেমিক প্রেমিকা ও ফাঁকিবাজ ষ্টুডেন্ডদের কাছে লোডশেডিং বিষয়টা সবসময়ই এক্সাইটিং। কিন্তু আমাদের বিল্লু মামা মানে বিল গেটস কেন লোড শেডিংকে এত ভালবেসে ফেললে বুঝা গেল না।
যাই হোক, সেই থেকেই সম্ভবত ঠিক করেছেন উইন্ডোজের পরের ভার্সন বিদ্যুত সরবরাহ কম দেবেন… ফলশ্রুতিতে উইন্ডোজ ভিস্তা ওপেন করলেই মনে হয় কারেন্ট চলে গিয়েছে।
সয়ং মাইক্রোসফটই যখন অপারেটিং সিস্টেমের বাত্তিগুলা সব নিভিয়ে দিয়ে ঘুটঘুটে অন্ধকার করে বিদ্যুত খরচ সাশ্রয় করে তখন অন্য কোম্পানীগুলো কি করতে এত ঝামেলা করে পিসি আলোকিত করতে যাবে। সুতরাং একে একে সব সফটওয়্যার ও টুলগুলোও অন্ধকার হতে থাকলো। এর শেষ ধাক্কাটা এসে লেগেছে উইনএম্পের 5.5 ভার্সনেও। যদিও উইনএম্পে সেই 1953 সাল থেকেই বিদ্যুত সংকট লেগে ছিলো কিন্তু ভার্সন 5.এক্স এ এসে দেখলাম সেটাও ফাটাফাটি ইন্টারফেস করে ফেলেছে।
তাও সাধারন বাতি না.. লাল, নীল বেগুনী কত রঙের বাহার… কিন্তু এই অতিরিক্ত খরচ তাদের পোষাচ্ছিল না। তাই তারা আবার সব বাত্তি নিভিয়ে আমাদের বিল্লু মামা’র পদান্ক অনুসরন করতে শুরু করেছে। আজকে উইনএম্পের 5.5 ভার্সন ডাউনলোড করে তাই মনে হলো।
তবে আমার কিন্তু বেশ ভালই লাগছে… তাই বলে ভাববেন না আমি ফাঁকিবাজ ষ্টুডেন্ট বা পাশের ফ্লাটে আমার প্রেমিকার বাসা…
যাই হোক, যারা উইনএম্পের অন্ধকারাচ্ছন্ন ভার্সনে ফিরে যেতে চান তারা এখানে টোকা দিয়ে দেখতে পারেন।
http://www.winamp.com/
—
বি:দ্র: উইন এম্প ৫.এক্স কয়েক মাস আগেই বের হয়েছে।
তখন সেটার রিভিউ করতে গিয়ে লেখাটা লেখা হয়েছিলো যা প্রজন্ম ফোরাম, আমাদের প্রযুক্তি ও আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত হয়েছিলো। সম্প্রতি উইনএম্প ভার্সন ৫.২ বের করেছে এবং তাতে চমৎকার কিছু পরিবর্তন এনেছে। তাই ভাবলাম পুরানো মদ নতুন বোতলে ছেড়ে দেই...
ভার্সন ৫.২ এর ভেতরে ডেক্সটপে ভিজুইউলাইজেশন দেখানোর ব্যবস্থা(এই অপশনটা আগে ছিল কিনা ভাল করে লক্ষ করিনি.. তবে ইফক্টেগুলো একেবারেই আনকোরা).. যা আসলেই বেশ চমৎকার। এছাড়াও নতুন অনেকগুলো ইফেক্ট যুক্ত করা হয়েছে এবং প্লেয়ারে নতুন দু'টো স্ক্রিন যুক্ত করা হয়েছে। সুতরাং যারা এখনো ৫.২ ব্যবহার করেননি, ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।