আমাদের কথা খুঁজে নিন

   

বাসা বদল, যেন স্মৃতির বাধন ছিড়ে ফেলা

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

রুমেল দুই দিন ধইরা পুরা তাউরা। ভাড়া বাসা সিফট করে এইবার নিজেদের ফ্লাটে উঠবে। শুক্রবার সকাল থেইকা ২/৩ জন বন্ধু নিয়া লেবারদের সাথে মালামাল টানাটানি কইরা গাড়ীতে উঠাইতেছে।

জুম্মার নামাজ পড়ে আমিও জয়েন দিলাম ওগো সাথে। এটাই লাষ্ট ট্রিপ, শাখাওয়াত মালগাড়ির সাথে চলে গেলো। আমরা বাকি ৩ জন ইয়েলো ক্যাবে শুধু টিভি টা নিয়ে রওনা দিলাম। গন্তব্য জাপান গার্ডেন সিটি আর পেছনে পড়ে রইল ২০ বছর আগের মায়া। ১৬ তালা বিল্ডিং এর মাঝামাঝি ওদের ফ্লাট।

ইতিমধ্যে আসবাবপত্র বসানো হয়ে গেছে। ঘরদোর পুরাপুরি গোছাতে হয়তো আরো ২/৩ দিন লাগবে। আমার ছোট বেলার বন্ধুরা প্রায় সবাই এক জায়গা থেকে একে একে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ২ বছর আগে আমিও এভাবে ছেড়ে গিয়েছিলাম ২৫ বছরের স্মৃতির বাধন ছিড়ে এক নতুন গন্তব্যে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।