সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
সরাসরি সম্প্রচারে সরকারি নিষেধাজ্ঞার কারণে সমসাময়িক ঘটনা প্রবাহের ওপর আলোচনা, পযার্লোচনা ও বিশ্লেষণ নির্ভর একুশে টেলিভিশনের জনপ্রিয় দুটি টক শো একুশে সময় ও একুশের রাত প্রচারিত হয়নি বৃহস্পতিবার রাতে। বর্তমান সরকারের আমলে এর আগেও একুশের বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারের ওপর অলিখিত বিধি নিশেধ আরোপ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সরাসরি সম্প্রচার হয়ে আসা জনপ্রিয় এই অনুষ্ঠান দুটি কবে নাগাদ আবার প্রচার শুরু হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি একুশে কর্তৃপক্ষ। একুশে টেলিভিশন সূত্রে জানা গেছে, এরকম দুটি অনুষ্ঠানের প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় দর্শক শ্রোতারা হতাশার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। উল্লেখ্য, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর আগেও একবার সরাসরি সম্প্রচার করা টক শো দুটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, গত বুধবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে হাতে হাতে একটি চিঠি ধরিয়ে দেন। সাদা কাগজে কম্পিউটার কম্পোজ করা সেই চিঠিতে একুশে সময় ও একুশের রাত সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানানো হয়। তবে অনুষ্ঠান দুটি ধারণপূবর্ক প্রচারের ক্ষেত্রে সরকারের কোনো সমস্যা নেই বলে একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়।
এর আগে বুধবার রাতে অনুষ্ঠান দুটি সরাসরি প্রচারিত হয়। ধারণকৃত অনুষ্ঠান সম্প্রচারের ওপর কোনরূপ নিষেধাজ্ঞা না থাকলেও অনুষ্ঠান দুটি ধারণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের অপ্রতুলতা ও সুবিধাদি না থাকার কারণে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠান দুটি প্রচার বন্ধ হয়ে গেছে। এ প্রসঙ্গে একুশে টেলিভিশনের হেড অফ নিউজ শাহ আলমগীর বিভিন্ন গণমাধ্যমকে জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে একুশে সময় ও একুশের রাত অনুষ্ঠান দুটির সম্প্রচার বন্ধ রয়েছে। তিনি বলেন, দুটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়ে আসছিল এবং বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিল। এখন তার বদলে ধারণ পূবর্ক প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু ধারণের যথাযথ সুবিধাদি এই মুহূর্তে একুশের না থাকায় অনুষ্ঠান প্রচার বন্ধ রাখতে হয়েছে। একুশে টিভির পরামর্শক বিশিষ্ট কলামিস্ট মোজাম্মেল বাবু অনুষ্ঠান দুটির দর্শক শ্রোতাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, একুশে সময় ও একুশের রাত সরাসরি সম্প্রচার ছাড়া এই মুহূর্তে চালানো সম্ভব নয়। তাই প্রচার বন্ধ রাখতে হয়েছে। তবে সময় হলেই জনপ্রিয় অনুষ্ঠান দুটি আবার সরাসরি সম্প্রচার করা হবে।
তথ্যসূত্রঃ দি এডিটর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।