করুণা করো না আমায়
ভালোবাসতে না পারো- বেসো না
ঘৃণা করো মন ভরে
ঘৃণার জ্বালা ঢের ভালো
করুণার অপমানে কলঙ্কিত করো না
শুধু আমাকে ভালোবাসতে দাও আমার মতো করে
দোহায় তোমার বাধা দিও না কখনো
আমার ভালোবাসাতে ভীরুতা নেই
চাতুরতা নেই
নেই কোনো অভিশাপের অম্ল
তোমার প্রেমকে প্রস্ফুটিত করো তোমার বাগানে
সে বাগানের মালি হবো না কখানো
একটাই চাওয়া তোমার কাছে
ভালো না বাসো- করুণা করো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।