আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল প্রত্যাহার করল ১৮ দল

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আগামী ২ মে ডাকা হরতাল প্রত্যাহার করেছে। আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রচারের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিবৃতিতে এ কথা জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, সাভারে ভবনধসের ঘটনায় উদ্ধার অভিযান এবং ত্রাণ ও চিকিত্সা কাজে অসুবিধা হবে বলে প্রধানমন্ত্রী বলছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে মানবতার স্বার্থে জাতীয় এই ট্রাজেডির সময় সবাইকে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ দিতে ২ মে বৃহস্পতিবার সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করা হচ্ছে।
গত ২৪ সাভারে রানা প্লাজা ভবন ধসে পড়ে। এতে এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভবন মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আগামী ২ মে হরতাল ডাকে।
গত ২৮ এপ্রিল সোহেল রানাকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.