স্বাধীনতাপন্থী সবার আনব্যান চাই। স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে নো গ্রুপিং। আওয়াজ দেন। সবাই একমত হন। আমাদের কোন গ্রুপ নাই।
আমরা মুক্তিযুদ্ধকে সন্মান করি। "
কষ্ট না বরং বিরক্তি লাগে নির্বুদ্ধিতায় তারা কোথায় নেমে গেছে??
গালিবাজী আর স্বাধীনতার চেতনার পার্থক্য যারা বোঝোনা তাদের আর যাই মানায় এই স্বাধীনতার নামকে অপমানিত করা মানায় না।
তাদের কারো কারো যুক্তি দেখ হাসতো ও করুনা হয়।
তাদের যুক্তি আর দাবী অনেকটা ঐ রকম "রাম ছাগলের দাড়ি আছে, রবীন্দ্রনাথেরও দাড়ি আছে সুতরাং রবীন্দ্রনাথ ছাগল....এই রকম কু যুক্তি। "
দয়া করে এই সব বন্ধ করেন।
বিশ্ব আজ কোথায় আর তিনারা যাচ্ছেন কোথায়। ২৮ অক্টোবর ঠিক এমন চেতনা নিয়েই জাতির উপর খড়গ নেমে এসেছিল। ১/১১ েযমন জাতিকে আপাত ঠেকিয়েছে.. ব্লগেরও তেমন অবস্থায় দাড় করিয়েছে.. কতিপয় দুবৃত্ত। আর তার শেয়ালদের একটু পরই স্বরূপে দেখতে পাবেন তাদের চিরাচরিত বাক্যাবলী নিয়ে।
সুন্দর পরিচ্ছন্ন এক ব্লগ হোক
সবার মত বিনিময়ের , আড্ডার, জ্ঞানঅর্জনের.. সময় কাটানোর.. নিজকে প্রকাশের সুন্দর স্থান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।