আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ এ লিখার স্বাধীনতা চাই...



কথা বলার স্বাধীনতা যেখানে নেই, প্রতিবাদ করার অধিকার যেখানে পাই না সেখানে বেশী করে চিতকার করবো - স্বাধীন মন নিয়ে স্বাধীন মানুষ হিসাবে বাচেত চাই। স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আলবদর, জামাত শিবির এর বিরুদ্ধে কথা বলবোই । এদের বিরুদ্ধে শক্ত প্রতিরোদ গড়ে তুলতে চাই । আসুন সবাই মিলে এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর, আলসামস, জামাত শিবির এর বিরুদ্ধে ঘৃনা প্রকাশ করি চিতকার করে আর লিখনী দিয়ে এদের কতল করি, যাতে এই স্বাধীন দেশ থেকে তারা পালিয়ে যায় । কোথায় যাবে আমি জানিনা........ ওদের জন্যে নরক ঊত্তম জায়গা হতে পারে...... Please give me the suggestion… সারা ঘর পরিস্কার করে ময়লা বিছানার নীচে রাখলে ঘর পরিস্কার হয়না । please .... আসুন ঘর থেকে ময়লা বের করে দেই । আর দেশ থেকে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর, আলসামস, জামাত শিবিরকে বের করে দেই .... ওদের জন্যে নরক ঊত্তম জায়গা হতে পারে.... কথা বলতে চাই... কথা বলতে চাই... এ ব্লগ হউক স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর, আলসামস, জামাত শিবির এর বিরুদ্ধে কথা বলার একটা Platform । please আপনারাও সোচ্চার হউন । মন শান্তি পায় না, কথা বলতে চাই চিতকার করে - কবে এ দেশ রাজাকার আলবদর, আলসামস, জামাত শিবির মুক্ত হবে আর আমরা শান্তির নিঃশ্বাস ফেলবো ....... আমি আশা নিয়ে বেচে থাকবো আপনাদের সাথে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.