আমাদের কথা খুঁজে নিন

   

সাহেব বিবির বাক্স .. এখন উপদেষ্টা বকস...ও নানা পাটেকার



বাংলাদেশ তেলিভিষন... এক সময় উপাধি পেয়ছিল সাহেবের বাক্স। পরে বিবির বাক্স... এখন!!!! যেই লাউ সেই কদু.......বিটিভির স্বায়ত্ব শাসনের ফাইল অন-অনুমোদিত হয়ে ফেরত গেছে ২-৩ দিন হলো। তবে কি মুক্তি কোনদিন হবে না। । উপদেষ্টা বন্দনা এবং তাদের কীর্তি কলাপ দেখে দেখে মুছের নিচে হাসে আইজদ্দিন। কষ্টে না সুখে... কারণ সে নিজেকে চিনে ফেলেছে... তার প্রিয় নায়ক...নানা পাটেকর এর ডায়লগ দিয়ে.. "শালা এক মাচ্ছর .. শালা এক মাচ্ছর আদমিকো হিজড়া বানা দেতা হ্যায়!!!" তাই সে রাতে মশারীর ভেতর মশা মারে আর হাসে .. জাতির ললাট লিখন দেখে আর মুখে বলে প্রিয় ডয়ালগ: "শালা এক মাচ্ছর .. শালা এক মাচ্ছর আদমিকো হিজড়া বানা দেতা হ্যায়!!!" :


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।