আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে
"শুধু ইন্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করবা কেন ? সবাই ইন্জিনিয়ারিং এর সাথে আর্কিটেকচার পরীক্ষাটাও দিয়েই দেয় "........প্রিয় একবন্ধুর দেয়া "সুচ" হয়ে ঢুকা সাজেশনটাই শেষ পর্যন্ত "ফাল" হিসেবে আত্মপ্রকাশ করলো । স্কুলের হালখাতা আমার ক্লাশ ফাইভে , তার আগে বাসায় বসেই চলেছে আমার শিক্ষাকার্যক্রম । স্কুলে বা কিন্ডারগার্টেনে ক্লাশ ওয়ান/টু/থ্রি তে যখন মুরগি/ফুল/আম/বাঘ দিয়ে সোনামনিরা ড্রইং খাতা ভরিয়ে ফেলে সে সময়টায় বাসায় পড়ে থাকা আমার রংগিন পেনসিল গুলো অযত্নে অবহেলায় উইপোকার খাদ্য চাহিদা মিটিয়েছে । আঁকাআঁকি বলতে কেবল এস এস সির বায়োলজি । ইন্টারমিডিয়েটে উঠে "ছেড়ে দে মা কেঁদে বাচি বলে তওবা পড়ে বায়োলজি ধর্ম ত্যাগ করেছি" ।
জাতি করজোরে যদি মিনতি করে বসে "তোমার মত এমন পটুয়া আঁকিয়ে আর্কিটেক্ট আমরা চাই না"..........তাহলে খুব কি অন্যায় হবে ?
ইন্জিনিয়ারিং পরীক্ষা দেয়ার জন্য যোগ্যদের লিস্ট যেদিন করা হলো , সেদিন "engineering+architecture" লিস্টে আমার নামের আশেপাশে চেনাজানা কোন বন্ধুকে খুজে পেলাম না , সবাইকে পাওয়া গেল "only engineering" লিস্টে (এমনকি আমার সুপরামর্শদাতা বন্ধুও) ।
আজ থেকে ৫ বছর আগে ফিরে যাই ................
ডেটলাইন ৯ই জানুয়ারী , থার্মোমিটার রিডিং শো করছে ৯ ডিগ্রি সেলসিয়াস । ঢাকাবাসীর জন্য রীতিমত মেরুদেশিয় আবহ । কেন্দ্রীয় শহীদ মিনার/মেডিকেল কলেজ প্রান্তের গেট গলিয়ে বুয়েট ক্যাম্পাসে ঢুকে পেছন ফিরে একবার তাকালাম ..........শত অভিভাবকের নির্বাক চোখের একই ভাষা .........এ যেন হাশরের দিন , আমলনামার জন্য অধীর উতকন্ঠা ।
ওল্ড একাডেমিক বিল্ডিংয়ে হু হু উত্তরীয় বাতাসে জমে যাওয়া হাতটার সাথে লড়ে ফিজিক্স , ম্যাথ , কেমিস্ট্রি এক্সাম যখন শেষ হলো , হিসেবে ধরা পড়লো ৬০ টির মাঝে ৬ টি প্রশ্ন সময়ের অভাবে পড়তে পারিনি ।
মনে হচ্ছিল সাধের ডিপার্টমেন্টটা পেয়েই যাবো । একঘন্টা বিরতির
পর শুরু হবে আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ১৮০ নম্বরের লড়াই ।
ড্রয়িং পরীক্ষা শুরুর পূর্বমুহুর্তে ডানে বামে ঘাড় ঘুরিয়ে সবার দৃপ্ত চোয়াল আর বৈচিত্রময় পেনসিলের সূচালো ফলাসমেত যুদ্ধসাজ দেখে বুঝলাম আমার মত কেউ "মদন" হয়ে আর্কি পরীক্ষা দিতে আসেননি । এরা রীতিমত আঁকিয়ে , আর আমার গুলো ওদের পাশে বড়জোড় "আঁকিবুকি " ।
৪ টা প্রশ্ন ।
প্রথমটা একটি ঘরের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে ।
শুরু করলাম আয়তক্ষেত্র দিয়ে(ঘরের দেয়াল) , তার মাথায় একটা ট্রাপিজিয়াম(ঘরের চালা) । তাতে মনে হলো ঘরটা পৃষ্ঠার সাথে লেপ্টে গেছে । মানুষ আঁকতে গেলে হয় মনে হবে মানুষটির পায়ের নিচে চ্যাপ্টা ঘরটি হয়ে গেছে(সেক্ষেত্রে সুমো কুস্তিগীর খানিকটা মানানসই) , অথবা নরহত্যার দায় নিয়ে মানুষটিকে ঘরের দেয়ালে লেপ্টে দিতে হবে । নাহ এমন করে হবে না , ঘর হতে হবে থ্রি ডাইমেনশনাল ।
নৌকার পালের আদলে দু'পাশে দু'টো সংযুক্ত চাল আঁকলাম , তার নিচে একটা কিউব । সামনের মানুষটা নিয়ে পড়লাম বিপদে । মাথাটাই আঁকতে পারি না , হাত দুটো শরীর থেকে দূরে সরে গিয়ে কাকতাড়ুয়া সাজতে চায়, পা দুটোর মাঝে মাইলখানেক ফাঁকা জায়গা , ঠিক যেন রণপা। কিছু বুদ্ধি বের হল... মাথায় চেক চেক করে দিলাম , ভাবখানা এমন যেন গামছা পেচিয়ে আছে । মুখের শেপ সাইজের বিপর্য্য় এড়াতে দাড়ি দিয়ে ঢাকলাম ।
কাধের কাছে আকলাম প্যারাবলা । স্যান্ডো গেন্জির ভাব । ফাঁকা হয়ে থাকা পা দুটো ঢেকে দিলাম একটা চেক করা আয়তক্ষেত্র দিয়ে , যদিও মনে মনে আমি প্রাণপণে বলে যাচ্ছি ..."এটা লুংগি , দেশি চেক লুংগি"কিন্তু লোকটার পা আমাকে ক্ষমা করলো না । লুংগির নিচ দিয়ে পা জোড়া যেন মাটিতে গেঁথে আছে , কিছুতেই মাটির সমান্তরালে নিতে পারছি না । পা দু'টো লুংগি দিয়ে আড়াল করার চেষ্টা করলাম , তাতে গ্রামের কিষাণ মাটি থেকে খানিকটা উপরে ভেসে উঠে , পূর্নাংগ ভূতের রুপ নিয়ে নিল ।
অনেক ধস্তাধস্তির পর পা মাটিতে নামলো , কিন্তু মানুষের পায়ের বদলে হাঁসের চ্যাপ্টা পা হয়ে ।
নেক্সট ........
একটা পোস্টারের নিমিত্ত আবেদন । বিষয় শিশু পার্ক।
কি করে শুরু করি । পৃষ্ঠার মাঝ বরাবর গোল করে বৃত্ত একে দিলাম ।
গোল দু'টো চোখ , নাকটাও গোল , গালে ছোপ ছোপ , মাথায় বসালাম একটা চোঙ । চোঙের দুপাশ দিয়ে মেঘের মত কোঁকড়া চুল বের করে দিলাম । "জোকার" সৃষ্টির চেষ্টা । মুখের কাছে উল্টা ঈদের চাঁদ , হাসছে আমার জোকার । আমার ছবি দেখে স্যারও আমাকে জোকার ভেবে বসতে পারে , আমার অতসব চিন্তার সময় নেই ।
ভাবছি আমি , শিশুরা আর কি পছন্দ করে ? ...."রোলার কোস্টার ?" । খানিকটা সময় মারামারি করলাম , নাহ রোলার কোস্টার পেচিয়ে বড়জোড় নুডলস হয়ে যায় , শিশুপার্কে খাবার দোকানে নুডলস পাওয়া যায় ,শিশুপার্কে খাবার দোকানে নুডলস পাওয়া যায় , কিন্তু তাই বলে পোস্টারে নুডলসের ছবি দেয়াটা কেমন দেখায় ?তিনপাশে তিনটা বেলুন একে দিলাম , মাঝে বিদঘুটে ফন্টে লিখে দিলাম Amusement park । পোস্টার দেখেই বুঝতে পারছি শিশুরা ভুলেও এমন পার্ক মাড়াবে না । আমার সময় নেই ....
নেক্সট :
তিনটি সিলিন্ডার দিয়ে একটি মডেল তৈরি করতে হবে ।
মাত্র তিনটা সিলিন্ডার ?সিলিন্ডার হিসেবে ভাবলাম তেলের ড্রাম ।
ভাবছি আমি........ এমনভাবে সাজাতে হবে যেন মডেলটির সামনে প্রেমালাপে মশগুল কোন বাদাম চিবুনো কোন প্রেমিকের উপর ড্রাম তিনটি ধ্বসে পড়ে মহাকেলেংকারি না হয়ে যায় । কিছুই মাথায় ঢুকলো না , মিতশুবিশির লোগোটা চেনা আছে ? হুবুহু লোগোটা নকল করার চেষ্টা করে গেলাম , তিনটা সামান্তরিকের বদলে বসালাম তিনটি তেলের ড্রাম । মনে মনে মডেলটির নাম দিলাম "বলদ" ।
নেক্সট : এবার এভারেস্ট পেড়িয়ে যাবার হাত্ছানি .......
পথের উপর দু'টো ছোট ছেলেমেয়ে বসে মার্বেল খেলছে ।
শুরুতে আঁকাবাকা পথে আঁকলাম , পথের বদলে নদী হিসেবে মানিয়ে গেল ।
মুছে ফেলে নতুন করে আঁকলাম । বেশ একটা ভাব আসলো ....পথটা দেখে গাইতে ইচ্ছা করছে ......"এই পথ যদি না শেষ হয়" । কিন্তু ছেলেমেয়েকে দাঁড় করাতেই পারে না যে , সে বসাবে কি করে ?
মোটা, সোজা করে নতুন পথ আঁকলাম , আশে পাশে কিচ্ছু নেই , বাংলায় বানান করে "পথ" লিখে না দিলে পথ বুঝবারও জো নেই । এমন পথে ছড়িয়ে দিলাম কিছু মার্বেল (নিজেকেও প্রবোধ দিলাম , বলো এগুলো মার্বেল , গোল গোল কিছু না) । দু'পাশে ছেলে মেয়ে বসানোর পালা , হাঁটু বরাবর একটা পা ভেংগে দিলাম ।
মুগ্ধ হলাম ........(এসএসসি তে ব্যাঙের ঠ্যাং আঁকতে কত কষ্ট হত , এক আঁচরেই ব্যাঙের ঠ্যঙটা দারুণ হয়েছে) । তার উপর পাশ থেকে দেখা শরীর , মাথা । মেয়ের জন্য সেই মাথায় আবার কিছু লম্বা লম্বা দাগ(চুল সৃষ্টির ব্যর্থ প্রয়াস) , বাকানো শরীরের ফ্রক পড়ানোর চেষ্টাটাও মাঠে মারা গেল , পেছন দিকটা উঁচু হয়ে পালকের রুপ নিল , বেশ একটা মুরগী মুরগী ভাব এসে গেল । পা যথারীতি হাঁসের পা । শেষমেষ যা দাঁড়ালো .......একটা আয়তক্ষেত্রের সাথে লেপ্টে থাকা কিছু গোল গোল কি যেন(মার্বেল) , তার দু'পাশে হাস/মুরগী/ব্যাং/মানুষ সহযোগে কোন অন্য সৌরজগতীয় প্রাণী ।
প্রহর ফুরোলো। ১৮০ তে পাশ নম্বর ৭২ । ইন্জিনিয়ারিং পরীক্ষা ভালো হয়েছে , বুঝতে পারছি তে কেবল পাশ মার্কসটা পেলেই দু'টো মিলিয়ে আর্কিতে ১ থেকে ১০ এর মধ্যে একটা জায়গা পেয়েই যাবো । এবার অপেক্ষার পালা ..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।