আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ২০০৮ এ পদার্পণের পূর্বে সবাই আত্মসমালোচনা করি

যখন যেমন

আপনারে আপনি চিনি নে... আরেকটা বছর ফুরাতে উদ্যত। আর মাত্র তিনদিন। দেখতে দেখতে চলে যাবে সময়টা। খুবই ঘটনাবহুল ছিল বছরটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমরা জানি। সেসব নিয়ে আমরা অনেক ভেবেছি, ভবিষ্যতেও ভাবিত হবার আছে।

আমরা অবশ্যই সেসব ভাবব ও যার যার অবস্থান থেকে করণীয় নির্ধারণ করে তা করবও। কিন্তু এসবের পাশাপাশি বছরের শেষ প্রান্তে প্রিয় ব্লগারদের একটা অনুরোধ করতে চাই। আমরা যেন পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী নিয়ে ভাবনার পাশাপাশি নিজেকে নিয়েও একটু ভাবি। অর্থাৎ আমরা যেন বিভিন্নভাবে আনন্দ-উল্লাসে মেতে থাকার পাশাপাশি আত্মসমালোচনার জন্যও কমপক্ষে একটা ঘণ্টা ব্যয় করি। খুবই নিবিষ্টচিত্তে।

আত্মসমালোচনার মুহূর্তে মোটাদাগে আমরা ভাবতে পারি : ১. সারাবছর ধরে যা যা করেছি (ভালো ও খারাপ) ২. যা করা খুব দরকার ছিল অথচ করি নি ৩. আগামী বছর কী কী করব এবং ৪. আগামী বছর কী কী করব না আত্মসমালোচনার কোনো নেতিবাচকতা নেই। পৃথিবীর সকল ধর্ম ও দর্শনই আত্মসমালোচনাকে গুরুত্ব দিয়েছে। প্রত্যেক মানুষই পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের জীবনের একক। প্রত্যেকেই যদি তাঁর/তাঁদের কৃত ভুলটাকে ভুল হিসেবে চিনতে পারেন, তা সংশোধনে তৎপর হন, ভবিষ্যতে ওরকম ভুল আর না করবার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হন, তাহলে আমাদের ব্যক্তি উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বসহ সকল প্রতিষ্ঠানের জন্যই তা মঙ্গলকর হবে। আমরা তো প্রত্যেকেই আমার নিজের এবং আমার পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মঙ্গলই চাই বস্তুত, তাই না!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।