One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.
এ বছর জানুয়ারীর প্রথম সপ্তাহে আমার দারুন সৌভাগ্য হলো
1. Louvre এর মোনালিসা
2.Aga khan Museum (Iran) এর Safavid Painting
3. Funeral Coffer (Egypt)n ইত্যাদি বিখ্যাত চিত্রকর্ম গুলো দেখার।
এগুলো দেখলাম আমি আটলান্টার হাই মিউজিয়ামে। হয়তোবা,আশ্চর্য্য হচ্ছেন। এখানে শুধু উল্লেখ করলাম তিনটি ভিন্ন দেশের । আসলে সংস্কৃতি বিনিময় চুক্তিতে প্রায় দেশেই এসব করে থাকে।
দু মাসের জন্য এসব নিয়ে আসা হয়েছিলো। এতে দোষের কিছু নেই। (প্রতিটি শিল্পকর্মের জন্য মিলিয়ন ডলার ইন্সুরেন্স করাছিলো,তুষারের সাথে একমত হতে পারলাম না)
তবে সমস্যা কি?
রিগানের প্রিয়তমা ওয়াইফ ন্যান্সি রিগান রেইজা গর্ভাচেবের সাথে মিলিত হলেন রাশিয়ায়। উষ্ন আতিথ্য বিনিময় হলো দুজনার। সম্প্রীতি হলো,তৈরী হলো ভালোবাসার সেতুবন্ধন।
রাশান আর মার্কিনরা পুরো ব্যাপারটা উপভোগ করলেন দারুনভাবে।
কিন্তু বিখ্যাত ডেন্সার Charisse যখন সম্প্রীতি আরো জোরদার করতে রাশা গেলেন। তখন সবাই উজ্জ্বল সংস্কৃতির মুখপাত্ররা তাকে উপভোগ করার পাশাপাশি ভোগ করলেন।
"Most men could never erased her from their minds once they had seen her.
"গরীবের বউ যেমন সবার ভাবী হয়। "
আমার আর কিছু বলার নেই।
যা বুঝার বুঝে নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।