One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.
আমি আশায় আশায় থেকেছি,
বারিষার বরিষণে ,ঝড়ের তান্ডবে,প্রাকৃতিক বিপর্যয়ে,
আমার আদি বসতবাটি ফালাফালা হয়ে গেছে,
কুড়ে ঘরের ছাউনী ভেংগে বজ্রপাত হানা দিয়েছে
আমার প্রিয়তমা বউয়ের ভিটেয়।
ঘরের ভাংগা দেয়ালে এটেল আর গোবরের লেপন দিতে দিতে প্রেয়সীর হাতে মেহেদীর রং আর নেই।
কণা কণা রক্ত বিন্দুর সাথে খসে পড়েছে বধুয়ার ভালোবাসার পরশ।
আমার আশা ভাংগেনি তবু, আমি আশায় আশায় থেকেছি।
আমার সোনা রংগা ধান যখন লাঠিয়াল হরণ করে,
দুগ্ধগাভী জোতদারের খোয়াড়ে আটকা পড়ে
পানির অভাবে ধানী জমি আমার শুকিয়ে যায়,
আর নব্য বেনিয়াদের সুদের কিস্তি যোগান দিতে দিতে -
আমার নেংটি উম্মোচিত হয়,
আমার এতটুকু আশা ভাংগেনি।
আমার বুকের জমিনে গনতন্তের বীজ থেকে জেগে ওঠা সবুজ কচিপাতা-
আমাকে আশা দিয়েছে, ভালোবাসা, প্রেরনা,শক্তি,সাহস দিয়েছে।
তাইতো আমি , দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী,কবি, সাহিত্যিক ,গায়কের সাথে একাকার হয়ে প্রভাতফেরী করেছি একুশের ভোরে,
জাতীয় স্মৃতি সৌধের আংগিনায় অর্পণ করেছি লাল গোলাপ।
মাঠে মাঠে , রোদ্দুরে রাখাল, কৃষাণের সাথে গান করেছি সারাদিন ।
হাস্নাহেনা, করবী, শিমুল ফুলের সাথে মিশে একাকার হয়ে গেছে আমার মনের সমস্ত আকুতি।
আমি ছমুরুদ্দীন কি আমার নিজের সাথেই প্রতারণা করেছি?
আমার আশা ভেংগে গেছে আজ চৈত্র মাসের ফাটা জমিনের মতো।
মুজিবের মতো বাংগালী যেখানে মারা যায়,
জিয়ার মতো মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে প্রাণ হারায় ,
নুর হোসেন প্রাণ দেয় সৈরাচারের বুলেটে,
কিবরিয়া লাশ হয়ে যায় মেহনতী মানুষের ভীড়ে,
মাস্টার আহসান উল্লাহর জীবন বাতিকে পোকা মাকড়েরা নিভিয়ে দেয়,
আর আমার ভাইয়ের রক্তের ঋনের লাল পতাকা,
রাজাকারের গাড়ি শোভিত করে।
ঠিক তখন-
আমার ধর্ষিতা বোনের আরতি,
পংগু মুক্তিযোদ্ধা ভাইয়ের নির্বাক চাহনী,
সন্তান হারা পিতার শোকাতুর আরজি হাহাকার করে,
আমার শিরায়,শিরায়, ধ্মনীতে,ধ্মনীতে,
রক্তের প্রতি কোষে পৌরুষত্বের প্রান হয়ে পড়ে নির্জীব।
সেখানে আমার আজন্ম লালিত সমস্ত আশা
মুজিবের সাথে, জিয়ার সাথে,নুর হুেসন ,কিবরিয়া, আহসানের সাথে,
সাদা কাফন পড়ে শুয়ে পড়ে চির নিদ্রায়।
এবার আমি ও পণ করেছি-
আর কোনদিন কোন প্রভাতফেরী না,
স্বাধীনতার স্মৃতিসৌধে কোনো পুষ্পমাল্য না,
বাংলার সমস্ত নেতাদের কাছে করজোড়ে মিনতি,
আমার ভাংগা ঘরের দুয়ারে আর আসবেন না,
আমার প্রিয়তমা বধুয়ার কসম,
আমার পোলা কলিমের কসম,
এইবার শহীদের বেধিতে আমি আর ফুল দিতে যাবোনা।
(আমেরিকা থেকে সকল সাপ্তাহিকে প্রকাশিত আমার একমাত্র কবিতা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।