এক গ্রামের এক চোর। জীবনভর চুরি করেই সে জীবন পার করেছে। জীবন সায়াহ্নে এসে সে সন্তানদের ডাকলো। অন্তিম উপদেশ হিসেবে সে বললো বাছারা আমি তো আজীবন চুরিই করলাম। গ্রামবাসী আমাকে চেনে চোর হিসেবে।
আমার সময় ঘনিয়ে এল। আমার মৃত্যুর পর তোমরা এমন কিছু করবা যাতে লোকজন আমাকে ভাল বলে।
বাবার মৃত্যুর পর সন্তানরা বাবার নসিহত নিয়ে ভাবতে লাগলো। তারা এবার নতুন কবর খুড়ে লাশের কাফন চুরি শুরু করলো। গ্রামবাসী বলতে শুরু করলো- এর চেয়ে ওদের বাপই ভাল ছিল।
ব্লগের ফ্রন্ট পেজের অবস্থা দেখে যে কারো আক্কেল গুড়ুম অবস্থা হবে। কোন এক রাজাকারের 'অশ্লীলতার' প্রতিবাদে এরা যা শুরু করেছে তা দেখলে কাফন চোরেরাও লজ্জা পাবে। অশ্লীলতার চুড়ান্ত সীমানা এরা অতিক্রম করছে। হেন কোন শব্দ নেই যা এদের মুখে আটকায়। বড় বেদনার বিষয় হচ্ছে এরা বর্ম হিসেবে ব্যাবহার করে মুক্তিযুদ্ধের চেতনাকে।
যে কোন বিবেকবান মানুষ স্বীকার করবেন মুক্তিযোদ্ধার চেতনার এমন কদাকার ব্যাবহার আজ শহীদ মুক্তিযোদ্ধারা দেখলে অশ্রু ছেড়ে কাঁদতেন।
আসুন দলমত নির্বিশেষে এই সব অশ্লীল রুচিহীন ব্লগারদের বিরুদ্ধে ঘৃণা বর্ষণ করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।