আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবাদের পোষ্ট পড়ে প্রাসঙ্গিক কথা

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

ব্লগার প্রতিবাদ একটি পোষ্ট দিয়েছেন নিচেই। সিডনীর অদুরে একটি গাছ পাওয়া গেছে সিজদারত অবস্থায়। তিনি ধার্মিক বলেই হয়ত এ পোষ্টটি দিয়েছেন। আমি একটি মন্তব্য করেছিলাম তিনি সেটি মুছে দিয়েছেন এবং তার ব্লগে আমাকে ব্যান করেছেন। এব্লগে এবং অনেক মিডিয়ায় এমন অনেক লেখা দেখা যায় যে কোন জঙ্গলে গাছের সিজদারত অবস্থা আল্লাহু লেখা গাছ।

এ নিয়ে অনেক হইচই হয়। কিন্তু এ ধরনের উদাহরন কি সত্যি ইসলাম ধর্মের নিদর্শন? আল্লাহ কি এতটাই অস্তিত্বের সংকটে পড়েছেন যে গাছেদের গায়ে পাহাড়ের গায়ে খোদাই কের তার নাম আর সিজদা দেখিয়ে তা প্রমান করতে হবে? তাহলে তো আইয়্যামে জাহেলিয়াত যুগে বা মহানবীর সময়ে এ ধরনের অনেক উদাহরন তৈরি করতে পারতেন। কিন্তু তা করা হয় নি কেন? কেননা ইসলামের এ ধরনের অদ্ভুত উদাহরনের প্রয়োজন নেই। এইযে একটি গাছকে ঘিরে টুপিওয়ালা মানুষদের জটলা এটি কি মুর্তিপুজাকে স্মরন করিয়ে দেয় না? ধর্ম একটি বিশ্বাসের নাম। ইসলাম একটি পরিপুর্ন জীবনব্যবস্থা।

ইসলামে অতিপ্রাকৃত কিছুর নিদর্শন দেখা যায় না। জাদুটোনা ইত্যাদিও ইসলামে নেই। এ ধরনের গাছেদের সিজদারত অবস্থা ইত্যাদি নিতান্তই প্রাকৃতিক ব্যাপার। এগুলো নিয়ে বাড়াবাড়ি ধর্মের দৈণ্যতা প্রকাশ করে, কিন্তু ইসলাম দীনহীন ধর্ম না। ইসলামের এ সবে নির্ভর করতে হয় না।

যখন দেখি এসব কান্ডের মাধ্যমে ইসলামকে সস্তা করা হয় তখন খারাপ লাগে। প্রতিবাদের পোষ্ট দেখেও তাই খারাপ লাগল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।