"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
প্রিয়তমা চেল গেলে, সরে গেলে দূরে
প্রেমিকপ্রবর না কি হয়ে যায় নিঃসঙ্গ
এই যে 'তুমি' নেই খুব কাছে
নিঃশ্বাসের পাশে বোধ; এ তো আমাকে
এক মুহূর্তের জন্যেও করে না ত্যাগ, তাহলে?
ভালোবাসা, বাঁধলে বাসা, অন্য ঘরে
তাকে যতবার মনে পড়ে, ততোবার হয়
ভঙ্গ নিঃসঙ্গতার ক্রোধ
ঐ যে সিগারেট, তার জ্বালা ম্যাচবাক্স
যত দূরে থাকে একে অন্যকে যেভাবে পোড়ায়
প্রাক্তন বর্তমান সব প্রেমিক প্রেমিকা
ভালোবাসার বড়শিতে
সেভাবেই গাঁথা হায়।
তার মানে দাঁড়ালো তুমি আমাকে যতই দূরে সরাও তোমার স্মৃতি তার চাইতে তিনগুণ গতিতে আমাকে ঘিরে ধরে। কাজে কাজেই তুমি আমার সাথেই থাকো "হাচ্" এর নেটওয়ার্কের মতো। এবার আমার বলতে ইচ্ছে করছে "অসহ্য"।
শুনো,
আমার অগণন আঁধার
অজস্র ইচ্ছামৃত্যুর রাত
সবুজ ওড়না, সিলিং ফ্যানের হাতছানি
মহামারী ভাবনা আর অরক্ষিত চেতনা
জানে
কি অসহায়ভাবে ধাবিত আমি
ইসাবেলা, তোমারই পানে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।