কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।
পশ্চিমে আসা অবধি দেখছি এখানকার অধিবাসীরা চায় ক্রিসমাসের দিনটাতে তুষারপাত হবে। তুষারে তুষারে আচ্ছাদিত হয়ে যাবে মাঠ-ঘাট, পথ-প্রান্তর। হবে White Christmas। তুষারপাত ছাড়া যেন ক্রিসমাসের কোন বিশেষত্ব নেই।
মনেই হয়না তুষারাচ্ছাদিত প্রকৃতি ব্যতিরেকে ক্রিসমাসের আমেজ। ক্রিসমাসের সান্তা ও রেইন-ডিয়ার চালিত তার স্লেড গাড়ি সব কিছুর সাথেই তুষারাচ্ছাদিত প্রকৃতির অলিখিত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে। নিজের অজান্তেই আমাদের মাঝেও তৈরী হয়েছে বছরের এ সময়টাতে তুষারপাত দেখার আকাঙ্ক্ষা। তুষারবিহীন ডিসেম্বরের শেষ দশক কেমন যেন অস্বাভাবিক লাগে।
কিন্তু আজ ডিসেম্বরের ২৫ তারিখ চলে গেল কেমন যেন গোপনে গোপনে।
পরিষ্কার নীল আকাশ, রৌদ্রকরোজ্জল দিন আর হাল্কা হিমেল তাপমাত্রা দিয়েই শেষ হলো দিনটি। মনে হয়নি নিউ ইয়র্ক সিটিতে আছি। আবহাওয়ার যা অবস্থা ছিল তাতে মনে হয়েছে আমাদের দেশের শীতকাল। বাজার করা আর মসজিদে যাওয়ার জন্য যে ক'বার বাইরে গেলাম তাতে লম্বা হাতা ওয়ালা টী-শার্টের উপর হালকা জ্যাকেট ও মোজা পড়া পায়ের উপর জুতার পরিবর্তে স্যাণ্ডেলই যথেষ্ঠ হয়েছে।
অপেক্ষা করে আছি কখন তুষারপাত হবে।
দেখে আপাতত মনে হয়না শীঘ্রই হবে। মনে হয় গ্লোবাল ওয়ার্মিং নামক কালপ্রিটটাই এসবের জন্য দায়ী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।