:(
ঈদের আগে আমার ৪র্থ সেমিস্টার ফাইনালের ভাইভা হলো। প্রত্যেক সেমিস্টারে ভাইভা দিচ্ছি, তারপরও কেনো জানি খুব ভয় লাগে, তলপেটে খুব চাপ অনুভব করি (মানে, টয়লেট ধরে)।
প্রথমেই একাউন্টিং এর কি জানি একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যেটা জীবনেও শুনিনি। আ করে সারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উত্তর ছিলো না আমার কাছে!
এক্সটার্নাল এর সামনে আমার এই অবস্থা দেখে চেয়ারম্যান স্যার আমাকে বললেন, আমার প্রিয় যে কোনো সাবজেক্ট নিয়ে এক মিনিট লেকচার দিতে। Banking & Hedging Tools নিয়ে অনেক কিছু বললাম, মানে বলতে চেষ্টা করলাম।
থামার পর স্যার বললেন, এতো মাত্র ২৫ সেকেন্ড গেল, আরো কিছু বলো। আমি পুরো চুপ মেরে গেলাম।
এরপর শুরু হল সংগা জিজ্ঞেস করার পালা। DFI, Repo, ইত্যাদি ইত্যাদি কতো প্রশ্ন যে জিজ্ঞেস করলো মনে করতে পারছি না। শুধু স্যারদের হতাশ মুখ আর এক্সটার্নাল এর কুটিল (আমার তাই মনে হচ্ছিল) হাঁসিটুকুই মনে আছে।
যতটুকু পারি, স্যাররা তাও কনফিউজ করে দেন, ফলে সবকিছু ভজঘট লেগে যায়!
অবশেষে আমার প্রিয় স্যার (মানুষ হিসেবে, টিচার হিসেবে নয়) মায়া করে আমাকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিলেন মানে আমাকে রেপ (আমার ওরকমই অনুভুতি হচ্ছিল! ) করে ছেড়ে দিলেন! বাকি সেমিস্টারগুলো কিভাবে যে কাটাবো তা আল্লাহতায়ালা ছাড়া কেও জানে না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।