তবে একলা চলরে.......
দুই-তৃতীয়াংশ আমেরিকান পশু মালিক তাদের কুকুর অথবা বিড়ালকে বিছানায় তাদের সাথে ঘুমাতে দেয় । এবং তারা এমনি তাদের এই লোমশ সঙ্গীর জন্যে ছুটির দিনে উপহার সামগ্রী ক্রয় করে । এক জরিপে একথা বলা হয় । হ্যারিস ইন্টার একটিভ পরিচালিত জরিপে আরো বলা হয়, সংখ্যা গরিষ্ঠ ব্যপক সংখ্যক আমেরিকান এটাকে তাদের মানব পরিবারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে । জরিপে দেখা যায়, তাদের মধ্যে শতকরা ৬৯ ভাগ আমেরিকান তাদের পোষা প্রাণীর সাথে ঘুমায় ।
অপরদিকে শতকরা ৬৫ ভাগ জানায়, তারা তাদের পারিবারিক পশু সদস্যদেরকে ছুটির দিনে উপহার সামগ্রী দেয় । গত ৭ই নভেম্বর ২৪৫৫ জনের উপর পরিচালিত জরিপে দেখা যায়, শতকরা ৮৮ ভাগ পোষা প্রাণীর মালিক অথবা অভিভাবক জানায়, তাদের পোষা প্রাণীকে তারা পারিবারিক সদস্য হিসেবে মনে করে ।
কুকুর বিড়ালের চেয়ে ভালো ১০টি কুকুরের মধ্যে ৯টি কুকুরকে তারা পরিবারের সদস্য হিসেবে মনে করে । আমেরিকার পেট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন জানায়, যুক্তরাষ্ট্রে ৭ কোটি ১০ লাখ গৃহকর্তার কুকুর ও বিড়াল সহ অন্তত একটি করে প্রাণী রয়েছে ।
-ওয়াশিংটন থেকে এএফপি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।