আমাদের কথা খুঁজে নিন

   

অজানা নেশায় বুদ হয়ে থাকি

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

ভালবাসতে শিখ, ভালবাসা দিতে শিখ, তাহলে তোমার ভালবাসার অভাব হবে না। -টমাস ফুলার সকাল বেলায় উঠে মাঝে মাঝে আমি বাণী চিরন্তন বইটি পড়ি। টমাস ফুলারের এই পুরনো বক্তব্যটি মনে ধরলো। কিছুক্ষন নিজের অজান্তেই ভাবলাম, আসলে ভালবাসার জন্ম কোথায়? পৃথিবীতেই কি এর সূচনা হয়েছে নাকি তা অপার বাস্তবে? আমি ভাবি, কতই তো ভাবনা থাকে এই মনে............. কিভাবে ভালবাসি! কিভাবে ভালবাসলে, ভালবাসার অভাব হয় না, কাউকে কষ্ট দিতে হয় না? কার ছোঁয়াতে, একটু মধুর ধ্বনিতে মন মাতাল হয় তাকে খুঁজি।

মনে মনে গেয়ে উঠি, রচি মম ফাল্গুনী। । একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি_ তাই দিয়ে মনেমনে রচি মম ফাল্গুনী। । কিছু পলাশের নেশা. কিছু বা চাঁপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে বসে জাল বুনি।

। যেটুকু কাছেতে আসে ক্ষনিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি। । আমার মন আর আমি, দূরে থাকতে ভাল লাগে না........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।