আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে সৃজনশীলতা বাড়াবেন?

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

সৃজনশীলতা এমন একটি পদ্ধতি বা উদ্ভাবনী শক্তি যা নতুন কোন কিছু তৈরী করা বা নিজের সামর্থের বহিঃপ্রকাশ করে। সৃজনশীলতার মাধ্যমে সমস্যা যেভাবে নির্নয় করা যায় তেমনি সেই সমস্যার সমাধানের পথে অনেকখানি অগ্রসর হওয়া যায়। সৃজনশীলতা যে কেবল চিত্রকর, সঙ্গীতবিদ কিবাং লেখকের জন্য তা কিন্তু নয়, বরং জীবন চলার পথে এটি খুবই প্রয়োজনীয় একটি কৌশল। যদি আপনি আপনার সৃজনশীলতা বাড়াতে চান, তবে নিচে বর্নিত কাজ গুলো করে দেখতে পারেন- ১.প্রথমেই অঙ্গীকার করুন যে আপনি সৃজনশীল হতে চান।

২.যে বিষয় নিয়ে কাজ করতে চান সেই বিষয়টি নিয়ে বেশী করে ভাবুন। ৩.কৌতুহলতাকে প্রশয় দিন, অজানাকে জানতে আগ্রহী হন। ৪.আপনার সৃজনশীলতাকে উপলব্ধি করুন, এবং পরিণতির চেয়ে কারন অনুসন্ধানে সচেষ্ট হন। ৫.ঝুঁকি নিতে ভয় পাবেন না। ৬.আত্ববিশ্বসী হন, বিশ্বাস করুন নিজের আন্তর্শক্তিতে।

৭.সৃজনশীল কাজগুলো করার জন্য হাতে সময় রাখুন। ৮.নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, কেন না আপনার সৃজনশীলতার পথে এটি একটি বড় বাঁধা। ৯.আপনি পরাজিত হতেই পারেন, তাই বলে চলার পথে থমকে থাকবেন কেন? হেরে যাবার ভয় কে শক্তভাবে দমন করবেন সবসময়। ১০.নতুন সমস্যা নিয়ে ভাবতে বুদ্ধি প্রসারিত করুন। ১১.সবসময় মাথায় রাখুন যে বেশির ভাগ সমস্যার-ই অনেকগুলো সমাধান থাকে।

১২.সৃজনশীল সংবাদপত্র সংরক্ষন করুন। ১৩.আপনার সমস্ত চিন্তা ভাবনগুলোকে একত্রিত করে একটি বাক্যে রুপান্তরীত করুন, বাক্যটি লিখে তার অধিনস্ত বাক্যগুলোকে খোঁজার চেষ্টা করুন, এটি আপনার মনের চিত্রটি প্রকাশ করবে। ১৪.নিজেকে নিজেই প্রতিদ্বন্দ্বি ভাবুন। ১৫.নিচের ছয়টি পদ্ধতি মনে রাখুন- ১. সমস্যাটি আবেগ দিয়ে ভাবুন, উপলব্ধি করুন যে আপনার সহানুভুতি আপনাকে কি বলে? ২. সমস্যাটির বাস্তব অবস্থানটি নিয়ে ভাবুন, কারন অনুসন্ধানে সচেষ্ট থাকুন। ৩. যে মৌলিক উপাদান গুলো সমস্যা সমাধানে কাজ করবে, সেগুলো নির্বাচন করুন।

৪. যে উপাদান গুলো সমস্যা সমাধানে কোন কাজে লাগবে না তা ছাটাই করুন। ৫. সৃজনী শক্তি দিয়ে ভাবুন, সমস্যা সমাধানে আপনার আরও পথ নিশ্চয়ই আছে। ৬. ভাবনার ক্ষেত্রটিকে বড় করুন, এবং সবচেয়ে উত্তম সমাধানটি নির্বাচন করুন। ১৬.উৎসাহিত হওয়ার পথগুলোকে সুগম করুন। ১৭.প্রভাবিত হওয়ার মতো অন্য বিষয় গুলোকে স্মরণে রাখুন।

১৮.পারলে একটি চার্ট তৈরী করে অগ্রসর হোন। সবাই ভাল থাকবেন, ঈদের শুভেচ্ছা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.