হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
পূর্ব রূপসা বাসস্টান্ডে এসেই চোখে পড়ল একটা ফলক। বাস থেকে নেমে দৌড় দিলাম দেখার জন্য। যা ভেবেছিলাম তাই বীরশ্রেষ্ট রুহুল আমীন এবং বীর বিক্রম মহিবুল্লাহ এর সামাধি যাওয়ার রাস্তা এটা।
রূপসা নদীর পাড় ঘেসে শুয়ে আছেন মহান দুই বীর। তখন ঘড়িতে বিকাল ৫:১০। পশ্চিম আকাশে সুর্যটা ঢেলে পড়েছে। সূর্য যেন তার লাল-হলুদ আভা ছড়িয়ে দিচ্ছে বীরের সমাধিতে। সমাধিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
তবে সমাধির কোথাও কোন নাম ফলক ছিলনা। কেয়ারটেকার কে জিজ্ঞাসা করার পর সে একটা জায়গা দেখিয়ে বললো এখানে ফলক বসবে।
১০ ডিসেম্বর ১৯৭১ইং বীরশ্রেষ্ট রুহুল আমীন শাহাদাৎ বরন করেন। তাকে রূপসা নদীর তীরে সমাধিস্থ করা হয়। মহান বীরে'র প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
স্মৃতি : ১৯ অক্টোবর ২০০৭ইং / শুক্রবার, বিকাল।
কৃতজ্ঞতা : রাগিব ভাই, যার সহযোগিতায় ছবি গুলো উইকিতে স্খান পেয়েছে।
উইকিপিডিয়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি
উইকিমিডিয়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি ১
উইকিমিডিয়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি ২
উইকিমিডিয়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি ৩
উইকিমিডিয়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি ৪
উইকিমিডিয়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি ৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।