"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "
- অধ্যাপক মুহম্মদ সিরাজউদ্দীন, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ
দোয়ার বরকতে মানব সৃষ্টির সূচনা থেকে অনেক কিছু ঘটেছে এবং ঘটছে যেমন, দোয়ার বরকতে হযরত আদম (আ.) ও মা হাওয়া আল্লাহ তায়ালার ক্ষমা লাভ করেছেন। (সূত্র- সূরা আল আরাফ, আয়াত ২৩) হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে পরিত্রাণ লাভ করেছেন (সূত্র- সূরা আল আম্বিয়া, আয়াত ৮৭) হযরত নূহ (আ.) মহাপ্লাবন থেকে তাঁর অনুসারীদের নিয়ে উদ্ধার লাভ করেছেন। (সূত্র- সূরা আল মোমেনুন, আয়াত ২৬-৩০, সূরা আশ শোয়ারা, আয়াত ১১৭-১২০), হযরত ইবরাহীম (আ.) হযরত ইসমাঈল (আ.) ও হযরত ইসহাক (আ.) এর মতো নেককার পুত্র লাভ করেছেন (সূত্র- সূরা আছ ছাফফাত, আয়াত ১০০-১০১), উপরন্তু, তাঁর দোয়ার বরকতে মক্কা নিরাপত্তার নগরীতে পরিণত হয়েছে, মক্কার মরু প্রান্তর ফুলে ফুলে সুশোভিত হয়েছে, তাঁর বংশধর হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত ও রিসালাত লাভ করেছেন, মিল্লাতে ইবরাহীমের উত্থান ঘটেছে এবং দুনিয়াবাসীর অন্তরে তাঁর নেককার সন্তানদের জন্যে ভালবাসার উন্মেষ ঘটেছে (সূত্র- সূরা আল বাকারা, আয়াত ১২৬-১২৯, সূরা ইবরাহীম, আয়াত ৩৫-৪১) হযরত যাকারীয়া (আ.) বার্ধর্ক্যে হযরত ইয়াহইয়া (আ.) এর মতো নেককার পুত্র লাভ করেছেন (সূত্র- সূরা আলে ইমরান, আয়াত ৩৮) হযরত আউয়ুব (আ.) যন্ত্রণাকর দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছেন (সূত্র- সূরা আল আম্বিয়া, আয়াত ৮৩) বিবি হান্না বার্ধর্ক্যে বিবি মরিয়ামের মত নেককার কন্যা লাভ করেছেন এবং তাঁর দোয়ার বরকতে বিবি মারিয়াম বায়তুল মুকাদ্দাসের খাদেম হওয়ার সুযোগ লাভ করেছেন (সূত্র- সূরা আলে ইমরান, আয়াত ৩৫-৩৭)। হযরত মূসা (আ.) নরহত্যার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন (সূত্র- সূরা আল কাছাছ, আয়াত ১৬-১৭) এবং মাদইয়ানে আশ্রয় লাভ করেছেন।
হযরত ইউসুফ (আ.) আযীযের স্ত্রীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছেন (সূত্র- সূরা ইউসুফ, আয়াত ৩৩-৩৪) আসহাবে কাহাফ গিরিগুহায় আল্লাহর রহমত লাভ করে ধন্য হয়েছেন (সূত্র- সূরা আল কাহাফ, আয়াত ৯-১২) হযরত লুত (আ.) তাঁর পরিবারের মুমিন সদস্যদের নিয়ে আল্লাহর গযব ও তাঁর কওমের ষড়যন্ত্রের থেকে রক্ষা পেয়েছেন (সূত্র- সূরা আশ শোয়ারা, আয়াত ১৬৯-১৭২, সূরা আল আনকাবুত, আয়াত ৩০) হযরত ইউসুফকে (আ) হত্যার ষড়যন্ত্রকারী ভাইগণ আল্লাহর ক্ষমা লাভ করতে সক্ষম হয়েছেন (সূত্র- সূরা ইউসুফ, আয়াত ৯৬-৯৮) হযরত ঈসা (আ) এর হাওয়ারীগণ আল্লাহর কাছ থেকে খাদ্যভান্ডার লাভ করেছেন (সূত্র- সূরা আল মায়েদা, আয়াত ১১৪-১১৫); হযরত সুলায়মান (আ.) অতুলনীয় বাদশাহী লাভ করেছেন (সূত্র- সূরা সোয়াদ, আয়াত ৩৫-৩৮), হযরত মূসা (আ)-এর দোয়ার বরকতে হযরত হারুন (আ.) নবুওয়াত লাভ করেছেন। (সূত্র- সূরা আশ শোয়ারা, আয়াত ১২-১৪, সূরা আল কাছাছ, আয়াত ৩৩-৩৫) হযরত মুহাম্মদ (সাঃ)-এর বদদোয়ায় পারস্য সাম্রাজ্য খন্ডবিখন্ড হয়ে যায়। (মিশকাত: ১০ম খন্ড, হাদিস নং ৩৭৫০, প্রকাশক: এমদাদিয়া লাইব্রেরী, ঢাকা, ১ম মুদ্রণ)। কাফির, মুশরিক, ইহুদি ও নাসারাদের প্রাণ বিনাসী ষড়যন্ত্র থেকে আল্লাহ তা'য়ালা হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিরাপত্তা ও আশ্রয় দান করেছেন (সূত্র- সূরা আল ফালাক এবং সূরা আন নাস)
দোয়ার অর্থ:
ক. আভিধানিক অর্থঃ
দোয়ার আভিধানিক অর্থ ডাকা, আহ্বান করা, সম্পৃক্ত করা, নাম রাখা (যেমন, আমি আমার পুত্রের নাম যায়েদ রেখেছি), ইবাদত করা। সাহায্য বা প্রার্থনা অর্থেও দোয়া শব্দটি ব্যবহৃত হয়
খ. পারিভাষিক অর্থঃ
দোয়ার পারিভাষিক অর্থ হচ্ছে, নিজের বা অন্যের অনুকূলে অথবা কারও বিরুদ্ধে আল্লাহর নিকট সাহায্য ও আশ্রয় প্রার্থনা করা।
আল কোরআনে যে যে অর্থে দোয়া শব্দ ব্যবহৃত হয়েছেঃ
উপরুল্লিখিত আভিধানিক, পারিভাষিক এবং অন্যান্য অর্থেও পবিত্র কোরআনে দোয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন-
ক. আহ্বান করাঃ
(হে মুসলমানরা,) যখন নবী তোমাদের ডাকে, তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না; ... (সূরা আন নূর, আয়াত ৬৩)
খ. সম্পৃক্ত করাঃ
(হে ঈমানদাররা,) তোমরা তাদের (পালক পুত্রদের আসল) পিতার পরিচয়েই ডাকো, এটাই আল্লাহ তায়ালার দৃষ্টিতে অধিক ন্যায়সংগত, যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো তাহলে (তাদের মনে করতে হবে) তারা তোমাদেরই দ্বীনী ভাই ও বন্ধু; ... (সূরা আল আহযাব, আয়াত ৫)
গ. ইবাদাত করাঃ
তোমাদের মালিক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো; যারা অহংকারের কারণে আমার এবাদাত থেকে না-ফরমানী করে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা আল মোমেন, আয়াত ৬০)
ঘ. সাহায্য প্রার্থনা করাঃ
আমি আমার বান্দার ওপর যে কেতাব নাযিল করেছি, তার (সত্যতার) ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও - তার মতো (করে) একটি সূরা তোমরাও (রচনা করে) নিয়ে এসো, এক আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদেরও (প্রয়োজনে সহযোগিতার জন্যে) ডাকো, যদি তোমরা তোমাদের দাবীতে সত্যবাদী হও! (সূরা আল বাকারা, আয়াত ২৩)
ঙ.আশ্রয় প্রার্থনাঃ
যখনি তাদের ওপর কোনো বিপর্যয় আসতো, তখন তারা বলতো হে মূসা ! তোমার প্রতি প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতিমতো তুমি আমাদের জন্যে তোমার মালিকের কাছে দোয়া করো, ... (সূরা আল আ'রাফ, আয়াত ১৩৪)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।