বই কিংবা চলচ্চিত্রের পাশাপাশি আজকাল দেশ-বিদেশের কিংবদন্তীদের পরিচিতি আজকাল ফুটে উঠেছে মানুষের পোষাকেও । কিংবদন্তীদের চিনে নেবার এই নতুনতর ধারণাটির সৃজনশীল উপস্থিতি পাওয়া যাবে 'কিংবদন্তী'র প্রতিটি পোষাকে । এর সাথে দেশীয় চেতনার প্রতিনিধিত্বের প্রবণতাটুকুও চোখে পড়বে সহজেই । শাহবাগ আজিজ সুপার মার্কেটের দোতলায় ১২৭ নং দোকানে কিংবদন্তীর নিজস্ব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে ছেলেদের টি-শার্ট, শার্ট, শট-পান্জ্ঞাবি, মেয়েদের ফতুয়া, থ্রি-পিস , ওড়না। ঢাকার বাহিরে ময়মনসিংহের নতুনবাজারে সাহেব আলী রোডে কিংবদন্তীর শাখা রয়েছে।
এছাড়া সিলেটের জিন্দাবাজারে 'তুলনা'য় এবং চট্টগ্রামের মেহেদীবাগে 'বিশদবাংলা'য় কিংবদন্তীর পোষাক পাওয়া যায়। কিংবদন্তীর সকল পোষাকে ব্যবহার করা হয়েছে হাতে বোনা তাতেঁর কাপড়। আদিবাসীদের বোনা কাপড় ও কিংবদন্তীতে পাওয়া যায় ।
রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম , সত্যজিৎ রায় , চে গুয়েভারা , আল্যান গিন্সবার্গ, চার্লি চ্যাপলীন ,বব ডিলান, বব মার্লে সহ প্রমূখ কিংবদন্তীদের পোট্রেট, জয়নুল কিংবা অরি ম্যাতিসের আকাঁ ছবি উঠে এসছে কিংবদন্তীর পোষাক গুলোতে । কিংবদন্তী যেন তার পোষাকে সেই কিংবদন্তীর কথাই বলতে এসেছে ।
কিংবদন্তীতে আপনাদের আমন্ত্রণ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।