আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের কাজের মজুরি



কেমন আছেন আপনারা। এই দিনে আমি সকল বল্গার দের জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনাদের আজ একটা নতুন বল্গ লিখি, ভেবেছিলাম নিজের জীবনের কিছু না বলা কথা আপনাদের জানাব। কিন্তু ঐ সময়! যাক এবার আসুন না নিচের গল্পটা পড়ি: --------------------------------------------------- এক ডাক্তার তার ছেলেকে নিয়ে একদিন তার চেম্বারে গেল।

ডাক্তার টি তার ছেলেকে একটি চেয়ারে বসিয়ে দিল। এবং রোগী দেখা আরম্ভ করল। ছেলেটি লক্ষ করল প্রতি রোগীর চলে যাবার সময় ডাক্তার একটি অতিরিক্ত স্লিলপ ধরিয়ে দিচ্ছে। এবং রোগী কিছু টাকা ডাক্তার এর হাতে ধরিয়ে দিচ্ছে। ছেলেটি এক পর্যায়ে তার বাবাকে জিজ্ঞাসা করল: বাবা তুমি রোগীদের প্রেশক্রিপশন বাদে আরও কি কাগজ দিচ্ছ রোগীদের হাতে যে তারা তোমাকে টাকা দিয়ে যাচ্ছে।

ডাক্তার বলল: বাবা ওটা হলো বিল। আমি কি কি করলাম তার একটা মজুরি স্বরুপ একটা বিল করে দিয়েছি যার টাকা আমি তাদের করে দিয়েছি আর তারা আমাকে টাকা দিয়ে যাচ্ছে। এরপর কিছুক্ষন পর ডাক্তার বাড়ি ফিরল তার ছেলে কে নিয়ে। কিন্তু ছেলেটি সারা টি রাস্তা বিলের উপকারিতা নিয়ে ভাবছিল। সে মনে মনে ভাবছিল বাহ্ বিল বানানো কত সহজ।

এই ভাবে এতো টাকা পাওয়া যায়! আমিও আজ থেকে বিল বানাবো। এর পরের দিন ছেলেটি একটি কাগজ নিল যাতে সে সারা দিনের কাজের হিসাব রাখল এবং বিল বানালো। রাতে তার মা যখন ঘুমিয়ে গেল তখন সে সেই বিলটা তার মায়ের বালিশের নিচে এমন ভাবে রাখল যেন তার মা টের না পায় সে মুহূর্তে। পরদিন তার মা যখন ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছিল তখন সে ছেলেটির রাখা বিল টি পায়। বিলটি কিছুটা এরকম ছিল: বিল: 1) বাবুকে ঘুম থেকে উঠানো = 2.00 টাকা 2) আব্বুর জুতা খুজে দেয়া = 2.00 টাকা 3) বাবুকে স্কুলে নিয়ে যাওয়া = 3.00টাকা 4) বাজারে যাওয়া = 3.00টাকা 5) বাবুকে বাড়িতে নিয়ে আসা = 3.00টাকা 6) রাতের খাবারে সাহায্য করা = 5.00টাকা আজকের সর্বমোট বিল>>>>> = 18.00টাকা মা ছে লেটির বিল দেখে হাসলেন।

তিনিও একটি বিল বানালেন। রাতে তিনিও ছেলের মত ছেলের মাথার নিচে বিলটা রেখে দিলেন ছেলের বিলের টাকা সহ। আর এ মন ভাবে রাখলেন যেন প্রথমে ছেলের বিল আর টাকা টা যেন ছেলে পায় তার পর মায়ের বিলটা ছেলের নজরে পড়ে। পরদিন সকাল বেলা ছেলেটা বিল পেয়ে তো মহাখুশি। তার পর ছেলেটা মায়ের বিলটা নিয়ে পড়ল।

পড়ে সে এক দুঃচিন্তায় পড়ল। বিল তা এরকম ছিল: বিল: *) গর্ভে ধারণ করা = 0.00 টাকা *) ছোট বেলায় তোমার প্রসাবে রাতে ভিজে কষ্ট করা = 0.00 টাকা *) তোমাকে ছোট বেলায় দেখা শোনার বিল =0.00 টাকা *) তোমাকে পড়া লেখা শেখানো =0.00 টাকা *) তোমাকে আজ পর্যন্ত বড় করে তোলার বিল =0.00 টাকা *) তোমার জামা কাপড় সংগ্রহ করে দেওয়া =0.00 টাকা *) তোমার খাবার সংগ্রহ করে দেওয়া =0.00 টাকা আজ পর্যন্ত তোমার মোট বিল>>>>>>>>>>>>>>>>>>>=0.00 টাকা কমিশন: সব দোকানদার একটা কমিশন দে য়। তুমি না দিলেও আমি তোমাকে দিলাম। যেটা তোমার সারা জীবন উপকারে আসবে। ''আমি দোয়া করি আল্লাহ্ তোমার সারা জিবলের গোনাহ্ মাফ করে দিন - তোমাকে সৎ পথে পরিচালিত করূন - তোমার জীবনে কোন অভাব না আসে - এবং আল্লাহ্ তোমার উপর সব সময় যেন রহমতের ছায়া হয়ে তোমার সাথে থাকেন-আমিন।

'' আসুন না আমরা আমাদের মা-বাবার এই বিল পরিশোধ করার আপ্রান চেষ্টা করি। আজ এই পর্যন্তই আবার সামনে কথা হবে। আস সালামু আলাইকুম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.