আমাদের কথা খুঁজে নিন

   

তাইলে পাওয়ার বক্সেও দুইখান বারি দাও

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

যা ভাবছেন ঘটনা আসলে তাই। খাড়ান খুলে বলি। একটু আগে এক ছোট ভাই এসে বলে, 'দাদা পিসিতে সমস্যা তাই আপনার কাছে আসলাম'। তা সমস্যা সে যা বললো তা হলো সব কিছু ঠিক আছে কিন্তু মনিটরে ডিসপ্লে আসছে না।

মনিটরের পাওয়ার আছে বা কানেকশন ঠিক আছে। হুম...। আমি কিছুক্ষন ভেবে বললাম প্রথমে র‌্যামে দুই খান বারি দিবা, এরপর এজিপিতে দুই খান বারি দিবা। তারপর যদি কাজ না হয় তাহলে খুলে আবার লাগায় দিবা। কিছুক্ষন পর সেই ছেলেটা আবার হাজির তবে এবার দাত বের করে."দাদা ঠিক হয়ে গেছে তবে এবার পাওয়ার বক্সে শব্দ হচ্ছে"।

আমি বল্লাম তাহলে আর কি "পাওয়ার বক্সে দুইখান বারি দাও"। ভাবছেন আজাইরা এক খান পোস্ট দিলাম। ব্যাপারটা ঠিক তা নয়। কম্পিউটারের হার্ডওয়্যার এর ছোট খাট সমস্যা গুতা গাতা দিলেই ঠিক হয়ে যায়। দরকার শুধু ঠিক মতো দুইখান বারি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.