আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/
******* এই লেখাটা গত ডিসেম্বর মাসে পোষ্ট করেছিলাম আবার দিলাম সময়ের প্রয়োজনে কিছুটা কাট চাট করে......... কষ্ট পাইলে ক্ষমা কইরেন...... আর মাইনাস
দিয়েন......।
কিছু দিন আগে আমাদের প্রনব দা এসেছিলেন আমাদের দেখার জন্য। বুকটা ৩'' বাইড়া গেছিলো বিশেষ করে তিনি ও আমার মতো বাঙালী এই কারনে।
ভাইয়ে ভাইরে এই বিপদের দিনে হেল্পাইবো সে কতা শুইনা কি কমু ঘুমাইতে পারি নাই! আপনাদের ভাবীজানে তখন জিগাইলো তোমার কি হয়েছে? বুঝেন তারে আর কি কমু .....!
হেই তো হাসতে হাসতে কাইত আর কয় রাইত দুপুরে তোমার মাথায় এই সব কিলবিল করে হাজার মাইল দূরে থাকার পরে ও? আমি কিছুই কইলাম না! আমি নিজে ও জানি না কেন আমার ভিতরটা এমন করে....।
প্রনব দা কইছিলো ৫ লাখ টন চাইলের কতা, যা পৃথিবীর যে কোন দেশের থেকে কম দামে। কিন্তু সহজে যে দিবেন সে কতা মনে হয় বলেন নাই! এখন দেখি বিনিময়ে বিবির ...শর্ত !এখন দেখি দিন রাইত দাম হাকাইতে আছে....কি আর কমু তিনি ভাই হইয়া যদি অভাবের দিনে বিবিরে ... কয়, না জানি পশ্চিম দক্ষিনের শালারা কি কইতে আছে। অন্নের জন্য বিবির অন্তর দিতে হইবো! দুনিয়া কোন দিকে ঘুরতে আছে......? আকাশ পথে নাকি জলো পথে...শর্তের পর শর্ত এই যদি প্রতিবেশীর ভালোবাসা হয় তা হইলে কিছু বলার নাই... এর আগে ও না কি তারা কইছিলো এই দিবো ঐ দিবো কিন্তু পরে নাকি দেয় নাই ঠিকমত মানে যে ভাবে কইছে। ভাইরে দয়া করবেন এই অভাবীদের তা ও এ শর্ত ঐ শর্ত দিবেন ? বিবির বিনিময়ে...., আকাশ পথ, জলো পথের চিন্তায় আছেন আপনি! তার আগে আমাদের পায়ু পথেই নাই হয়ে যাইবো......., ভিক্ষা তো চাই না, .... বিনিময়ে দয়া ।
আমাদের দুই কল্লা ওয়ালারা যে হেই কতা কওনের সুযোগ দিবো না আমারে মানে এক মায়ের পেটের ভাইয়েরা হেইড়া ও জানেন? যারা সব কিছুর মাঝেই লাভের কিন্তু হাতায়......., ডুবে যাক নৌকা ধান নিয়ে.....যাক...., চেয়ার চাই। কে বাঁচে আর কে মরে সে চিন্তা আমাদের কবে ছিলো...... গনতন্ত্র বাঁচানোই ফরজ যতটুকু না তার চেয়ে নেত্রী....হে হে হে বুঝে না কিন্তু.. দেশ যাক সোমালিয়ার চৌরাস্তায় কিংবা গুলিস্তানের গোরোস্তানে মাগার চেয়ার চাই..., সেখানেই আমাদের প্রেম যা কইবার কও লেকিন মীর জাফর কইতে পারবা না......! কারন বাপের আর জামাইয়ের তেনা পেচাইয়া গিট্টু লাগাইয়া দিমু....., অনেক অর্থ আর সময় ব্যয় করেছি মোরা ধান্দাতন্ত্রের, বুদ্ধি লালন পালন কইরাছি বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রেস ক্লাবের সামনে খাড়াইয়া যাইবো ছাত্র লইয়া .....গনঅন্নেশন চলে তবু ও চালের দাম বেশী..... ভন্ডামীরো প্রকার আছে....!গনতন্ত্রের নাম দিয়াছি ধনতন্ত্র শুধু আইবা আর ধইরা ধইরা লইবা..... দল প্রেমের মরা জলে ডুবে না ..! মরইরা গেলে সবাই দেশ প্রেমিক সময়ের শ্রেষ্ট হইয়া যায়....! তাই কোন চিন্তা নাই বেঁচে ও হইলাম গাজী মরিলে অমর হইবো ....., তাই দুনিয়া ফ্রী' ফূর্তি আর ফূর্তি করো আর ব্যবসায়ীদের অতি মুনাফার ক্ষেত্র বানাইয়া দাও ...., আর সুযোগে আর হুজোগে থাকো...., কখন জানি প্রণব দায় কি কয়.............
আর কি কমু আইজকা ও আমার ঘুম আসতেছে না! মনে হইতেছে ষড়যন্ত্রেররশি আমার গলায় কে যেন লাগাইয়া টান দিতেছে ...........................,
বৌ জিগায়ঃ-কি হইচে
তোমার ......? কি আর কমু ......! বিনিময়ে ......... , ঘুম আসতেছে না! আমি আকাশ পথে জলো পথে প্রণবদার কথার কথা খুজতে আছি....
পরিশেষে দাদা দয়া করেন তবে বিনিময়ে বিবির ...... বাল(হিন্দি অর্থে)
চাইয়েন না! আকাশ পথ জলো পথের শর্তে..., গরীবের এখান মাত্র বৌ সেইখানের উপর দিয়া টানজিট দিতে হয় আবার বাংলার গান ও গান.., তাহলে কেমুন কেমুন সিরাজউদৌলার খালতো ভাই বা মদন টাইপ হয়ে যায় না..। ? মানব প্রেমের কতা না হয় পরে কমু বাংলা প্রেমের কতা মনে আছে ? বিলাই গীত তো আর এমনে এমনে বাজে নাই..... তা বুঝা যায় শর্তের পন্দিতে.....,
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।