জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " স্থানঃ নোয়াখালি
কালঃ ২৩-০১-২০১৩
পাত্রঃ আমি আর আমার প্যান্টের জিপার !
দুপুরের দিকে নোয়াখালি হইতে বাসে উঠিব ঢাকার উদ্দেশ্যে। বাস এর অপেক্ষায় দাড়াইয়া আছি। হঠাত দেখি রাস্তায় মিছিল শুরু হইয়া গিয়াছে। একের পর এক সরকারী, বেসরকারী, সুবিধাবাদী, নিরাশাবাদী বিভিন্ন দলের বিরাট মিছিল।
মিছিলে সবার মুখে একই কথা- " একশান একশান ডাইরেক্ট এ ক শা ন " । কে যে কাহার বিরুদ্ধে ক্ষেপিয়া এই রকম অভুতপুর্ব একশানের ডাক দিতে আরম্ভ করিয়াছে কিছু বুঝিলাম না । এই রকম ডাইরেক্ট একশানের কথা শুনিয়া বেশ ভয় পাইয়া গেলাম। না জানি এইরকম ভয়াবহ একশানের ফলে রাস্তায় কি না কি হয়। অনেক শংকা মনে নিয়ে বাসে উঠিলাম।
বাস কচ্ছপ গতিতে চলিতে আরম্ভ করিল ।
যাত্রার মাঝপথে । যা ত্রা বি র তি ।
মনে বেশ আনন্দ নিয়ে গান শুনিতেছি আর মন আমার আকুলি বিকুলি করিতেছে ; বাসের অন্যসবাই খাওয়া দাওয়া করিতে গেছে। এমন সময় হঠাত রুক্ষ প্রকৃতি পানির জন্যে আমারে ডাকাডাকি দেওয়া শুরু করিল।
আমিও তাই প্রকৃতির রুক্ষভাব দূর করিবার নিমিত্তে তাহার আহবানে সাড়া দিতে গেলাম। গিয়েই আবিষ্কার করিলাম সামগ্রিক 'ডাইরেক্ট একশানে'র সাথে একাত্বতা ঘোষনা করিয়া ইজ্জতের শেষ সম্বল আমার প্যান্টের একমাত্র জিপার যান্ত্রিক গোলযোগ শুরু করিতেছে । আমিও কম যাই না। রাগ করিয়া দিলাম জোরে এক টান !! আর অমনি জিপার খুলিয়া আমার হাতে চলিয়া আসিল। বহু কসরতেও তাহা আর লাগাইতে পারিলাম না।
বড় বিপাকে পড়িলাম। নতুন প্যান্টের জিপার এই রকম ডাইরেক্ট একশানে অংশগ্রহন করিবে এই কথা আমি কখনো চিন্তা ও করি নাই। যাইহোক টি-শার্ট দিয়া ঢাকিয়া সেই যাত্রায় পরিত্রান পাইলাম । ডাইরেক্ট একশানের যে কি সাংঘাতিক ক্ষমতা তাহা মর্মে মর্মে উপলব্ধি করিলাম। হাহ !!!
[ জিপার আপডেটঃ নতুন জিপার লাগাইয়া আনিয়াছি ।
তবে সেইটা দেখতে চকচকে হইলে ব্যবহারে আনন্দ নাই। খালি আটকাইয়া যায়! ... তাই সরিষা/নারিকেল তেল খুজিয়া না পাইয়া রাগে-দুঃখে জিপারের চেইনে "ভ্যা স লি ন টোটাল ময়েশ্চার" মাখাইয়া স্মুথ করিয়া লইয়াছি। মু হাহাহাহা ... ]
মোরালঃ ডাইরেক্ট একশান থেকে আপনি পোশাক-পরিচ্ছদ তথা মান-ইজ্জত নিয়ে নিরাপদ দুরত্বে অবস্থান করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।