আমাদের কথা খুঁজে নিন

   

"মোসাদ" ও "র" ততপর: বড় নাশকতার আশংকা

কষ্ট হলেও সত্য বলা বা স্বীকার করার সাহসই সবচেয়ে বড় সততা।

বাংলাদেশেকে দক্ষিণ এশিয়ায় 'ফিলিস্তিন' বানানো ও চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার লক্ষ্যে ইসরাইলি গুপ্ত সংস্থা 'র' উঠে পড়ে লেগেছে। রাজনৈতিক দলগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ও নাশকতামুলক কর্মকান্ড পরিচালনা করে এই দুটি সংস্থা চাইছে তাদের পছন্দনীয় পক্ষের অনুকূলে আবহ তৈরী করতে। এ ব্যাপারে সূত্র জানিয়েছে সাম্প্রতিক কালে বাংলাদেশে ইসরাইলি গুপ্তচর সঙস্থা মোসাদের ততপরতা বেড়ে গেছে। ইসরাইলি লবিটি পলিচিমেকিং পর্যায়ে তাদের আজ্ঞাবহ বিভিন্ন শক্তিশালী গ্রুপের মাধ্যমে প্রভাব বিস্তার করছে।

অতি সম্প্রতি ঘূর্ণিঝড়ে ইসরাইলের পক্ষ থেকে ত্রাণ প্রদানের খবরটিও কৌশলে এরা প্রচার করে। ইহুদী দেশটি বাংলাদেশে এমনি শক্ত অবস্থায় পৌছেছে যে, বিভিন্ন দূতাবাস, এনজিও এবং দাতা সংস্থায় কর্মরত ইহুদী সম্প্রদায়ের কর্মকর্তাদের একটি বড় অংশ কাজ করছে সরাসরি মোসাদের হয়ে। তারা মার্কিন বা ইউরোপিয় কোনো দেশের পাসপোর্টে এদেশে এলেও মূলত ইসরাইলি গুপ্তচর সংস্থার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া বেশ কিছু রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবি, সুশীল সমাজের একটি অংশকেও কব্জা করে ফেলেছে মোসাদ। বাংলাদেশের একটি গেয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন আশংকাও প্রকাশ করা হয়েছে যে, আগামী মাস তিনেকের মধ্যে বাংলাদেশে ভয়ংকর নাশকতামুলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করেছে মোসাদ।

বেশির ভাগ ক্ষেত্রে এই গুপ্তচর সংস্থাটি ভারতীয় 'র' এর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মতে, মোসাদের লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় অনেক 'ফিলিস্তিন' বানানো। ইতিমধ্যেই তারা আফগানিস্তান ও পাকিস্তানের পরিস্থিতিতে তৃপ্ত। আরো বিস্তারিত.....[wjsK=http://amardeshbd.com/detail_news_index.php?NewsID=146614&NewsType=bistarito&SectionID=home]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.