আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভয়ঙ্কর খেলা, খেলতে খেলতে আপনার পিতার দেওয়া প্রানটা চলে যেতে পারে (কত অজানা রে পার্ট-১৯)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। খেলা খেলা খেলা ।

বিনোদনের জন্য খেলা। শরীর, স্বাস্থ্য ও মন ভাল রাখার জন্য খেলা। ব্যস্ত দিনের মাঝে চুরি করে বের করা অবসর সময় কাটানোর জন্য খেলা। কিন্তু কিছু খেলা আছে, কিছু মানুষও আছে যারা খেলাটাকে এমন এক এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে যে তা আর নিরাপদ খেলা নাই, হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর খেলা। আসেন দেখি খেলা গুলো কি কি ... ১) Cave Diving এইটা এমন একটা খেলা যে খেলা আপনাকে খেলতে হবে নিজের জীবন বাজী রেখে।

কল্পনা করুন আপনি এমন একটা জায়গায় আছেন আপনার চারপাশ পাথুরে দেয়াল দিয়ে আবদ্ধ, বেশী দূর দেখতে পারছেন না, সম্পূর্ন অপরিচিত ও অজানা জগৎ ও হিমশীতল পানি আর আপনার মাথায় ঘড়ির টিকটিক করে বলে দিচ্ছে আপনার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, ইচ্ছা হলেই আপনে উপরে উঠে শ্বাস নিতে পারছেন না, কি মনে হয়, মাথা খারাপ হবার জন্য আর কি লাগে বলেন? কিছু আন্ডারগ্রাউন্ড কেভ এমন যে সেখানে বিষাক্ত বন্য প্রাণী বাস করে। সান মারকোস এর রিকভারি টিমের রিপোর্টের মতে, ১৯৬০ সাল থেকে এই খেলায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। এই খেলায় ঝুকি এতো বেশি যে অভিগ্যতা এখানে কোন কাজেই লাগে না, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পরেও। ফলস্বরূপ, 'the National Speleological Society' এর জন্য যদি আপনে ড্রাইভ থেকে ফিরে আসতে পারেন তাহলে “one you return from” হিসাবে লিষ্টেড হবেন আর যদি না ফিরেন তাহলে “one you don’t take” হিসাবে দেয়ালে জায়গা পাবেন। ২) BASE Jumping এইটা "খেলা" হিসাবে কেও বলে না, সবাই একে "আত্মহত্যা" বলে।

এই খেলার আধা-পাগল খেলোয়াররা তাদের উচা জায়গা দেখলেই ফাল দিতে ইচ্ছা হয়, যেমন পাহাড়, সুউচ্চ ভবন ইত্যাদি। এই খেলায় হার-জীত নাই বাট পুরস্কার আছে, যদি সময় মত প্যারাসুট খুলে তাহলে আপনি আপনের জীবন ফেরত পাবেন আর যদি না খুলে তাহলেও পুরস্কার আছে, বেচে থাকলে সব গুড়া গুড়া, মানে আপনের ৩০৬ টা আছে না, হাড্ডি, আর না বাঁচলে কিছু বলার নাই। প্রতি বছর ১০-১৫ জন এই খেলায় মৃত্যুবরন করে। বেশিরভাগ দেশে এই খেলা নিষিদ্ধ। ছোট বেলায় গাছের মগডাল থেকে পুকুরে কত ফাল দিছি কিন্তু ওইগুলা নাকি এই খেলার অন্তর্গত হবে না।

৩) High Altitude Climbing ওয়েল ইউ কেন সে, এই খেলায় মেয়েদের বিকিনি পরে যোগ দেয়ার কোন চান্স নাই, এমন কি পাতলা কাপড় পরেও খেলার কোন অবস্থা নাই, কারন এই খেলায় সবচেয়ে পাতলা কাপড়টা কিনতেও ১ হাজার ডলার লাগে। আজও প্রতি ৬ জন খেলোয়ারের ১ জন মারা যায় এই খেলায়। এইটা এমন একটা খেলা যেখানে আপনাকে প্রতিটি মূহুর্ত গ্রেভিটির সাথে যুদ্ধ করতে হবে। জি হা ঠিকই ধরেছেন, পাহাড় চরা যে-সে ব্যপার না, আমাদের মুসা কে নিয়ে কম পানি ঘোলা হয় নাই, (অনেক ব্লগার একে "কেচাল অফ ডি ইয়ার" ও বলতে দেখেছি, এভারেষ্ট-নেভারেষ্ট না কি যেন নাম ছিল সিরিজটার)। এছাড়া এর ফলে আপনাকে hypoxia, hypothermia, frostbite ও pneumonia তেও সাফার করতে হতে পারে।

১৯৯০ সালের আগে ১৩০০ জনের মধ্যে ১৭৯ জন মারা যায়। ''কেচাল'' দেখেই বুইঝানেন কেমন খেলা এইটা। ৪) Motorcycle Racing কিছুই তো বলার নাই তাই না ??? সবাই জানে এর ঝুকি সম্পর্কে, মোটরসাইকেলের ইতিহাসে এই স্বপ্নের রেসিং গেমে ২০০ জন রেসার মারা গেছে। ইউ নো, এইটা এমন একটা গেম, তাদের জন্য যারা স্পিড পছন্দ করে এবং খুবই মজার ততৎক্ষন পর্যন্ত যতক্ষন আপনি আপনার রাইডের উপর থাকতে পারবেন আর আপনার রাইড যতক্ষন আপনাকে তার উপর থেকে ১০০ কিমি স্পিডে ছুড়ে না ফেলে দেয়। ৫) Cheerleading আ... আই নো আই নো , বিপিএল, আইপিএল এর মাঠে এদের দেখছেন, কিন্তু এইটা জানেন কি প্রতি বছর শুধু ইউএসএ তেই প্রায় ২০,০০০ ইনজুরি রিপোর্ট হয় এই খেলায়।

যে সে ইনজুরি না, স্পাইনাল ইনজুরি ও হাত-পা ভাঙ্গা। যাষ্ট থিংক, আপনি উপর থেকে ল্যান্ড করছেন , পানিতে না, নরম ফোমে না, নরম বালুতেও না, সোজা শক্ত মাটিতে। নতুন এই গেমটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ৬) Bull Running এইটাও কিন্তু একটা ডেনজেরাস খেলা। “encierro” এর স্পেনিস নাম।

এর কথা আমি আগেই বলেছি। নতুন যোগ করার মত তথ্য হলো প্রতি বছর ২০০-৩০০ লোক এই খেলায় আঘাতপ্রাপ্ত হয়, তার পরও প্রতি বছর লাখ লাখ টুরিষ্ট এই গেমে যোগ দিতে স্পেনে আসে। এই পর্যন্ত ১৪ জন এই খেলায় মারা গেছে। ৭) Bull Riding আপনি চড়ে আছেন ১৮০০ প্লাস এক দত্যাকার এক বুলের উপর। নো অফেন্স, এই দানবটা আপনাকে ১০ ফিট উপরে ছুড়ে ফেলবে, আর আপনি আপ্রান ট্রাই করছেন এই দানবের উপর সওয়ার হবার।

আপনি যদি নিচে পরে যান এই দানব আপনাকে তার শিং, খুর ও তার বিশাল দেহ দিয়ে আপনাকে পিশে ফেলতে পারে। ও বলতে ভুলে গেছি, যদি এতোক্ষনে আপনের হাড়-গোড় না ভেঙ্গে থাকে তাহলে আপনে খুবই লাকি একজন মানুষ। প্রফেশনাল না হলে আপনেকে এমন কি তারা ট্রাইও করতে দেবেনা। ৮) Big-Wave Surfing ও , আই মাষ্ট সে, আমার ফেবারিট গেম... কিন্তু এর ঝুকি কেমন, ধরুন আপনি এই ৫০ ফিট উচা ঢেওয়ের ভিতর পরে গেছেন, এই অবস্থায় প্রথমে আপনাকে শ্বাস নেওয়ার জন্য উপরে উঠতে হবে, কিন্তু তখন আপনে টন টন পানির নিচে চাপা পরে আছেন। আর পানি আপনাকে নিয়ে খেলা শুরু করবে, তার তলদেশে ১০০ কিমি স্পিডে আছাড় মারবে, তলদেশে পরে থাকা পাথরে ঘষে আপনার হাড়-মাংস আলাদা করে দেবে।

যখন আপনি উপরে ভেসে উঠবেন তখন আপনাকে আমরা কেও চিনতে পরবো না। তো সুন্দর সুন্দর মেয়েদের ছোট্ট ছোট্ট কাপড় পড়ে সার্ফিং করতে দেখে উ-আ না করে কিছু সম্মান দেখানো উচিৎ বলে আমি মনে করি। ৯) Heli-Skiing ওকে এইটা আমি আপনে খেলতে পরবো না, কারন খুব খরচা। প্রতিবার শুধু হেলিকপ্টার বিলই ৫০০ ডলার। সাথে আছে, তুষার ধষ, আপনি টন টন তুষারের নিচে চাপা পরতে পারেন।

আবার পাহাড়ের চুড়া থেকে রোল করে গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে পারেন, হাড্ডির কথা না-ই বললাম। যা হোক, এটিও এক্স-গেমের ভিতর একটি গেম। সো একটি কথাই বলা যায়, “Don’t be stupid”। ১০) Street Luging হে হে হে ... বাংলা ভার্ষনটা কে খেলে নাই? সুপারি গাছের বাকল দিয়ে ... যা হোক, এই খেলায় কেও টানে না, ব্যবহার করা হয় গ্রেভিটি পাওয়ার কে। প্রথমে একটা উচু পাহাড়ের চুড়ায় যাও, তারপর শুয়ে পর, সমস্যা নাই নিচে চাকা লাগানো আছে, বাকি কাজ গ্রেভিটি করে দিবে।

সমস্যা একটাই, এর কোন ব্রেক নাই, স্পিড যদি খুব বেশি হয় তখন .... আল্লাহ ভরসা ... {এই লেখাটি আমি আমার স্কুলের ক্লাসমেট রাসেলকে ডেডিকেট করলাম। রাসেল ক্রিকেট খেলতো আমাদের স্কুলের হয়ে, একদিন প্রেকটিসের সময় ক্রিকেট বল মাথায় লেগে মারা যায়। ব্যাট হাতে নিয়ে দাড়িয়ে মারা যাওয়ায় প্রথমে কেও বুঝতে পারে নাই যে রাসেল মারা গেছে। মানে মারা যাওয়ার পরও ও দাড়িয়ে ছিল ব্যাট হাতে নিয়ে। যে বল করেছিল সে আজও নিজেকে রাসেলের মৃত্যুর জন্য দ্বায়ী করে।

আল্লাহ যে কখন কাকে কিভাবে তুলে নেয়, কেও বলতে পারবে না। } ...................................................................... (শেষ) সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ... আমার "কত অজানা রে" সিরিজ: পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রিজন গ্যাং (কত অজানা রে পার্ট-১৮) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-আউটল হিরো (কত অজানা রে পার্ট-১৭) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ডাক্তার কিন্তু সিরিয়াল কিলার ??? (কত অজানা রে পার্ট-১৬) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুনিয়ার সবচেয়ে দামী হীরা (কত অজানা রে পার্ট-১৫) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ইতিহাসের বীর যোদ্ধা জাতি (কত অজানা রে পার্ট-১৪) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-নিষ্ঠুরতম নারীরা যারা নাৎসি বাহিনীতে কাজ করতো (কত অজানা রে পার্ট-১৩) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ট্রেজার শিপ, গুপ্তধনের সন্ধান (কত অজানা রে পার্ট-১২) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-"পারফেক্ট" ক্রাইম (কত অজানা রে পার্ট-১১) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ভুতুড়ে শহর (কত অজানা রে পার্ট-১০) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-জীবন্ত পাথর (পাথর কেটে বানানো বিশাল মূর্তি) (কত অজানা রে পার্ট-৯) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫) (পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে ( কত অজানা রে পার্ট-৪) পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২) পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.