আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখবিলাসের মানসিক রাগমোচন

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

আমার কষ্ট আর সুখ একদম সাধারণ মরে গেলেও বেঁচে থাকবে অনেকক্ষণ! যখন তুমি ফেলবে দীর্ঘশ্বাস আর আমি অশ্রু ধরাশায়ী জীবন দুজনের আর; অতীত হবে বিস্মৃতি শুধুই কষ্টের উৎস, শুধুই যন্ত্রণা যেন দূরে সরাবার নিঃস্ফল বাহানা। আমি দূর্বল, আমি বিক্ষত জ্বলুক বুক, থাকুক কষ্ট যত। করি প্রশ্ন? একগাদা সবাইকে বল শুধু আমায়; শুধুই যে আমায় ভীষণ চাপে, নিঃপেশিত আমি আমি যে শুধু আমায় হারায়। তোমার লাল ঠোঁট পাওয়া বড় শক্ত ভালবাসা আর স্পর্শ; এনে দেয় রক্ত। আমার অবস্থান সুখেও নয়, নয় দূঃখেও জানি ঠিক মরণ হবে; জম্মহীন নক্ষত্র হয়েও। থাক না; আমার কষ্ট আমার কাছে সুখেই থাকো; শুধু হারাবো পাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।