আমাদের কথা খুঁজে নিন

   

জিটিএ ভাইস সিটি খেলার একটা টিপস ও একটা প্রশ্ন।

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ভাইস সিটি রকস্টার গেমসের একটা সুন্দর গেমস।

এটাতে ইউজারকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেয়া হয়। সে যা ইচ্ছা তা করতে পারে। এটা কোন চিটকোড নয়। সহজে টাকা কামানোর একটা উপায়। ডায়াজ (ডি) কে মারলে তার বাড়িটাকে পাওয়া যায়।

সেই বাড়িতে তিনটা মিশন থাকে। মিশন তিনটা শেষ করলে বাড়ির সামনে একটা ডলারের চিহ্নের জিনিস পাওয়া যায়। এটাতে ঢুকলে টাকা আসে। কিন্তু খুব সহজেই এতে অনেক টাকা জমানো সম্ভব। এটা করতে হলে ডায়াজের বাড়ির ছাদে যেতে হবে।

এরপর বাড়ির সামনের দিকে গেলে একসময় ছাদের কিনারে এস পৌছবেন। এখানে কতগুলো সংখ্যা দেখা যাবে। যেগুলো প্রতি সেকেন্ডে বাড়ছে। এই সংখ্যা হল সেই টাকার পরিমাণ যেগুলো আপনি ডলারের চিহ্ণ ঢুকলে পাবেন। বাড়ির সামনের দিকের ছাদে গিয়ে দাড়ালে টাকা পরিমাণ দ্রুত গতিতে বাড়তেই থাকবে।

আমি এভাবে করে অনেক টাকা কামিয়েছি। এবার প্রশ্নটা। আমি জিটিএ ভাইস সিটির যে ভার্সনটা খেলি সেটা শব্দহীন। মানে কোন শব্দ নেই। আমি এই গেমসের "লাভ ফিস্ট" নামক স্থানে গেল একটা মিশন পাই।

যে মিশনে গেলে বলে "লাভ জুস" নিয়ে আসতে। যেখানে গিয়ে আনতে বলে সেখানে গেলে বলে হর্ণ বাজাতে। (সাউন্ড না থাকলেও হর্ণ বাজানোর সিস্টেম আছে) হর্ণ বাজালে একজন লোক আসে। তারপর এসে দাড়িয়ে থাকে। আর কিছু হয়না।

কম্পিউটার হ্যাং করলেও একটা কথা ছিল। পেছনে ঠিকই গাড়ি চলে। আমি কি করতে পারি? এদিকে শুনেছি লাভ ফিস্ট শেষ না করে বাকি মিশনগুলো পাব না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.