I realized it doesn't really matter whether I exist or not.
যারা প্রথম আলো পড়েন, তারা সবাই নিশ্চয় আজকের পত্রিকার কম্পিউটার বিভাগের একটি প্রতিবেদন লক্ষ্য করেছেন যার শিরোনাম এই পোস্টের শিরোনামের মতই।
Click This Link
এ সম্বন্ধে আমার ধারণা একটু ভিন্ন। এখানে একটি প্রশ্ন উত্থাপন করছি। এই ভয়াবহ ঘটনায় দায়ী কে? গেমস নির্মাতা প্রতিষ্ঠান? নাকি ঐ গেমার?
গেমস নির্মাতা প্রতিষ্ঠান দায়ী নয়
পৃথিবীজুড়ে প্রতিনিয়ত বের হচ্ছে প্রচুর সংখ্যক গেমস। এর অধিকাংশই অ্যাকশন গেম।
আর সঙ্গত কারণেই বিশ্বজুড়ে অ্যাকশন গেমের প্রেমীদের সংখ্যা বেশি। এখানে যদি জিটিএ'র কথা ধরা হয়, তাদের দোষ হচ্ছে তারা তাদের গেমে ভায়োলেন্স যুক্ত করলো কেন। তাহলে আমি বলব, এত এত গেমস বের হচ্ছে, এর প্রতিটিতেই তো কমবেশি ভায়োলেন্স থাকছে। জিটিএ এর গেমগুলোতে বরং ভায়োলেন্স একটু কমই।
দুর্ঘটনা যা থাইল্যান্ডে ঘটেছে, এর জন্য দায়ী হচ্ছে ঐ গেমার।
১৮ বছর বয়স হয়েও ঐ গেমার এই কাজ করতে পারল কীভাবে? এছাড়াও যেই গেমস খেলে সে এই কাজ করতে উৎসাহী হয়েছে বলে সে জবানবন্দী দিয়েছে, সেই গেমসটি হচ্ছে জিটিএ ফোর- যা কিছুদিন আগে বের হয়েছে এবং বিশ্ব রেকর্ড করেছে সর্বোচ্চ বিক্রি বা স্বল্পতম সময়ে সর্বোচ্চ লাভ করার কারণে। আমার প্রশ্ন, জিটিএ ফোর যদি এতটাই ভায়োলেন্সপূর্ণ হত, তাহলে বিশ্বব্যাপী কোটি কোটি খেলোয়াড় সবাই তো খুনোখুনি শুরু করে দিত। এই গেমসটিতে এমন কোন উদ্দীপক দৃশ্য বা ডায়ালগ নেই যা কাউকে বাস্তব জীবনে গেমসে প্রদর্শিত কাজসমূহ করতে প্রেরণা বা উৎসাহ দেয়। বরং টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখাই আছে এইসমস্ত অ্যাকশন যেন কেউ বাস্তবে করার চেষ্টা না করে।
আসা যাক ঐ যুবকের কথায়।
বিশ্বব্যাপী এত এত যুবক যেখানে ঐ গেমটি খেলছে, তাদের মাঝে ঐ একজনেরই কেন মাথায় চাপলো বাস্তবে ট্যাক্সিক্যাবচালককে খুন করে তারই গাড়ি নিয়ে নগরীর রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর? এর কারণ হিসেবে বলা যেতে পারে, সে মানসিক রোগী। হয়তো ততটা নয়, তবে সবার মস্তিষ্ক এক থাকে না। অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের সাথে আমার মস্তিষ্কের তুলনা করতে গেলে যে তুলনা করতে যাবে, তার মস্তিষ্ক নিয়েই প্রশ্ন উঠবে। যাই হোক, এখানে সম্পূর্ণ ঘটনার জন্য একান্তভাবে দায়ী আটক ঐ আততায়ী।
তবে যেহেতু মানসিক রোগী বলে তাকে অভিহিত করা যেতে পারে, সেহেতু আদালতে তার কী বিচার হবে, সেটা নির্ধারণের দায়িত্ব বিজ্ঞ বিচারকেরই।
আমি শুধু আমার মতামত পেশ করলাম।
পরিশেষে, এটিও বলতে হয় যে গেম কোম্পানীগুলোর অ্যাকশন গেম থেকে এই জাতীয় ভায়োলেন্স (তা যত কমই হোক না কেন) না রাখাই ভাল। যদিও জিটিএ গেমটি এতটা ভায়োলেন্স পরিপূর্ণ নয়। তবুও তাদের গেমের মূলধারায় একটু পরিবর্তন আনলে তাদের গেম খেলার পর একজন গেমারের মনে হয়তো বা এমন কিছুর সৃষ্টি হবে, যা দেশ ও দশের ভাল বৈ খারাপ হবে না। (অথবা ভাল খারাপ কিছুই হবে না)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।