আমাদের কথা খুঁজে নিন

   

ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা)

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

বাংলাদেশ বাচিয়ে দিচ্ছে বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে? বছরব্যাপী গবেষণার পর পৃথিবীর সবচাইতে নামকরা জার্নাল Nature এ প্রকাশিত হলো যে বিশ্বে গ্লোবাল ওয়ার্মি রোধে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করছে এই শান্ত সৌম্য ব-দ্বীপটি যেটি নিজে লন্ডভন্ড হয়ে বিশ্বকে বাচিয়ে চলেছে। একটু খুলে বলি । ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় । বঙ্গোপসাগরের এই শান্ত সৌম্য ব-দ্বীপটিতে প্রায় প্রতি বছর হানা দেয় মৃত্যু ঘূর্নিঝড়,বন্যা আর জলোচ্ছাস রূপে। নভেম্বর ১৯৭০ (ঘূর্ণিঝড়), জুলাই ১৯৭৪ (বন্যা), জুন ১৯৮৮ (বন্যা), এপ্রিল ১৯৯১ (ঘূর্ণিঝড়), জুলাই ১৯৯৮ (বন্যা) এর পর এল নভেশ্বর ২০০৭, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর ।

বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে বড় শিকার এই বাংলাদেশ এবং সামনের দিনগুলিতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আর গত ৮ই নভেম্বর Nature এ প্রকাশিত গবেষণা রিপের্টে দেখা যাচ্ছে যে প্রতিবছর হিমালয় থেকে বয়ে আসা গঙ্গা ব্রহ্মপুত্র বাহিত ভূ-মন্ডলীয় কার্বন (যেটি বিশ্বের প্রায় এক পন্চমাংশ ভূমন্ডলীয় কার্বন এর সমতুল্য) সাগরতলে রেখে দিচ্ছে এই বঙ্গীয় বেসিন এবং একে ভূমন্ডলে কার্বন ডাই অক্সাইড হিসাবে ফিরে যেতে বাধা দিচ্ছে। বাংলাদেশের ভূ-প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান পৃথিবীর জন্য একটি অনন্য বাফার হিসাবে কাজ করছে। এই ঘটনাটি অনন্য এবং এটি অন্যান্য নদী উপত্যকায় যেমন আমাজন উপত্যাক্যায় ঘটছেনা। গবেষকগন এর কারণ হিসাবে গঙ্গা ব্রহ্মপুত্র বাহিত পলিমাটির অস্বাভাবিক বেশী রকমের ঘনত্বকে দায়ী করছেন (যার ফলে আমরা বছর বছর বন্যার শিকার হচ্ছি)।

এর ফলে এই ভূ-মন্ডলীয় কার্বন বায়ুমন্ডলের অক্সিজেনের সংস্পর্শে আসতে পারছেনা এবং কার্বন - ডাই অক্সাইড হিসাবে ফিরে আসতে পারছেনা। প্রতি বছর বাংলাদেশ এভাবে কয়েক বিলিয়ন টন কার্বনকে নিজের শরীরের উপর দিয়ে বহন করে সাগরতলে জমা করছে। নিজে মরছে কিন্তু বিশ্বকে ভয়াবহ বিপর্যয় থেকে বাচাতে সাহায্য করছে। গবেষণা কর্মে নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের ন্যান্সী বিশ্ববিদ্যালয়ের ভ্যালিয়ের গ্যালি । যারা Nature সম্পর্কে জানেন না তাদের বলি, পৃথিবীর সবচাইতে বড় বড় আবিস্কারগুলি ছাপা হয় Nature এ।

হায়রে স্ব-দেশ এত উদার তোর জমিন । খবরটা জানার পর থেকেই প্রাণ ভরে গাইতে ইচ্ছা করছে " ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা" কেউকি একটু গানের লিংকটা দেবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.