জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি
আজ ২৪ শে নভেম্বর ২০০৭ শনিবার এক ইতিহাস রচনা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ইতিহাসে । ইতিহাস কারন যদি জন হাওর্য়াড আবার নির্বাচিত হয় তবে তা হবে এক ইতিহাস আবার যদি কেভিন রাড নির্বাচিত হয় - তাও একটা ইতিহাস । কারন তাহলে লেবার গর্ভমেন্ট ইরাক থেকে অস্ট্রেলিয়ার সৈন্য প্রত্যাহার করে দেশে নিয়ে আসবে আর অস্ট্রেলিয়া সরে আসবে আমেরিকার তথা কথিত ওয়ার এগেইস্ট টেরর মুভমেন্ট থেকে। তাই এই নির্বাচন এক ইতিহাস রচনা করবে । এখন বিভিন্ন জড়িপে লেবার পার্টি বেশ এগিয়ে আছে ।
তাহলে চেয়ে দেখুন নির্বাচনের ফলাফল ।
প্রসঙ্গত অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বের ষষ্টতম প্রাচীন গণতন্ত্র ধারণকারী রাষ্ট্র। ওয়েস্টমিনিস্টার ঘরানার গণতন্ত্র এখানে চর্চা করা হয়। ১৯০১ সালে অস্ট্রেলিয়া বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রতি তিন বছর পর পর নির্বাচন হয়ে থাকে এখানে।
১৮ বছরের সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে আইনত বাধ্য। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট - হাউস অব কমন্স (নিম্ন কক্ষ) - ১৫০ সদস্য এবং হাউস অব রিপ্রেসেনটিটিভ (উচ্চ কক্ষ) - ৭৬ সদস্য। সাধারণত নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ট সদস্যরাই সরকার গঠন করে থাকেন । রৃটিনের রাণী সাংবিধানিক রাষ্ট্র প্রধান (রানী) এবং তার অষ্ট্রেলিয়ার যে কোন আইনে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে যদিও তা তিনি কোন দিন প্রয়োগ করেন নি।
সর্ব শেষ আপডেট: অস্ট্রেলিয়ান লেবার পার্টি জয়লাভ করেছে।
কেভিন রাড নতুন প্রধান মন্ত্রী । জন হাওয়ার্ড তার নির্বাচনী কেন্দ্র বেনেলং এ ম্যাক্সন ম্যাককেউ এর কাছে পরাজিত হয়েছেন । জন হাওয়ার্ড রাজনীতি থেকে অবসর নিয়েছেন । প্রসঙ্গত: জন হাওয়ার্ড সাড়ে এগারো বছর অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী ছিলেন। তিনি তিন বার পরপর নির্বাচিত হয়েছেন।
জন হাওয়ার্ডের সর্বশেষ ভাষন
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।