আমাদের কথা খুঁজে নিন

   

কি অদ্ভুত বৈপরিত্যে দাড়িয়ে...



সিডর এবং এর প্রতিক্রিয়া সকলেই অবহিত এবং যারপরনাই ব্যাথিত এবং সমব্যাথি। রাজনীতিরবিদদের কথা বাদই দিলাম। স্বার্থপর স্বার্থ ছাড়া কিছু বোঝেনা। কিন্তু ইসলাম এবং ইসলামী নামধারী রাজনীতি ও বহুমূখী সুবিধাভোগী শ্রণীর নির্লিপ্ততা বিস্ময়কর!!! ইসলামের জমায়েত নাম নিয়ে...ইসলামের আবেগ ভাঙ্গিয়ে... ইসলামী ব্যাংক এ সুদ এর বদলে মুদারাবা বলে সাধারন সরল মানুষ গুলোকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা আয় করল যারা... তারা মাত্র এক কোটি...টাকাও দিতে পারলনা সিডর আক্রান্তদের!!!! আর মসজিদের হুজুরদের বলি...এত বড় বড় পেট মোটা দানবাক্স দিয়ে সারা বছর শুধু নিজের জন্যই আয় করছেন...ইট ..পাথরের মসজিদের জন্য দান তুলছেন! এবার প্রাণের অধিকারী বিপন্ন মানবতার জন্যও কিছু ডাক দিন। কারণ আপনারা এমন সুন্দর এত চমতকার এক স্থানে আছেন যেখানের একটা আহবান আমাদের এরকম শত শত পোষ্টের চেয় লাখোগুন বেশি শক্তিশালি...... প্লিজ একটু কিছু করুন। নজরুল বড় খেদ নিয়ে ১০০ বছর আগে যে দুঃখ করে গেছেন আমরা আজও তাকে অতিক্রম করতে পারলুম না: "তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী মোল্লা পুরোত রাগায়েছে তার সকল দুঢারে চাবি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.