গভীর কিছু শেখার আছে ....
বর্তমানে যে কোন প্রতিযোগীতার ক্ষেত্রেই অন্যতম মূল শর্ত থাকে যে, বিজয়ীকে অবশ্যই সেই চ্যানেল বা কোম্পানীর অধীনে কাজ করতে হবে নির্দিষ্ট একটি সময়ব্যাপী।
এর যেমন ভালো দিক আছে তেমনি মন্দ দিকও আছে। যেমন, বর্তমানে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগীতায় বিজয়ীদেরকে চ্যানেল আই এর সঙ্গে এক বছর অন্তত কাজ করতে হবে। এতে করে এরা যেমন মিডিয়াতে কাজ করার সুযোগ পাচ্ছেন, তেমনি ভ্যারিয়েশন কাজ না করার জন্য অন্যত্র সুযোগ হারাচ্ছেন তারা।
তেমনি কোন অডিও প্রতিষ্ঠানের সঙ্গে কোন সিঙ্গার চুক্তিবদ্ধ হলে তিনিও ভ্যারিয়েশন গানের সুযোগ থেকে বঞ্চিত হন। এতে করে স্বকীয়তার ঘাটতি হচ্ছে। আর্টিস্ট হারাচ্ছেন তার নিজস্বতা।
সুতরাং চ্যানেল বা কোম্পানিগুলো উচিত শিল্পীদের কোন গন্ডির মাঝে আবদ্ধ না করে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।