আমাদের কথা খুঁজে নিন

   

নিজের ছবি পেইন্ট করুন আপনার দেয়ালে সবচেয়ে সহজ উপায়ে প্রফেশনাল আর্টিস্টদের মতো-সবাই পেইন্টার হয়ে যান।

আপনি জেনে খুশি হবেন যে এই কাজটি এত্ত সহজ যে আমার এক বন্ধুর রুমে দেখে মুখে মুখেই শুনেই প্রথমবার সফল হয়েছি। কাজটি অনেক সহজ এবং ক্রিয়েটিভ তাই শেয়ার করলাম সবার মাঝে। সবাই পেইন্টার হয়ে যান। স্প্রে পেইন্ট এর কিছু আর্ট- ওয়ার্ক। ১।

২। ৩। ৪। যা যা প্রয়োজনঃ যে কোন একটি ছবি, অ্যাডবি ফটোশপ সফটওয়ার, স্প্রে পেইন্ট(রং এর দোকানে পাওয়া যায়-১৬০ টাকা দাম), অ্যান্টিকাটার(দাম- ৩০-৬০ টাকা), আইকা আঠা। ছবি: স্প্রে পেইন্ট ১ম ধাপঃ সুন্দর দেখে যেকোনো একটি ছবি প্রথমে সিলেক্ট করুন।

আপনার ফেইস বা যেকোনো অবজেক্ট। তারপর সেটাকে ফটোশপ সফটওয়ার দিয়ে ওপেন করুন। এবার Image অপশন এ গিয়ে Adjustments এ যান তারপর Threshold সিলেক্ট করুন। দেখবেন আপনার ছবিটি এই ছবিটির মতো হয়েছে। ছবিঃ কিভাবে ফটোশপে Threshold effect দিবেন।

এখানে Threshold ইফেক্ট কম বা বেশি করবেন আপনার ইচ্ছামত যাতে ছবিটি সুন্দর ও স্পস্ট দেখায়। এবার ছবিটি সেভ করে A4 Page এ প্রিন্ট করুন। ১ম ধাপ সম্পন্ন। ২য় ধাপঃ ছবিঃ কিভাবে ছবিটা কাটবেন তা এই সিংহের ছবিটা ভালো করে দেখলেই বুঝবেন পুরা কালো অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। তবে মুখের দিকে যে কালো অংশটুকু দেখছেন তা আসলে বাদামি রঙের হার্ডবোর্ডে রাখা অন্য কালো রঙের কাগজ।

(ধারাবাহিকভাবে আগের ছবিটার কাটাকাটির ছবি দিতে পারলাম না বলে দুঃখিত। ) ছবিঃ দেয়ালে একটি ছবি সেঁটে দেওয়ার পরের ছবি। দেখুন কোথায় কোথায় স্প্রে করবেন। পেছনে চাঁদের ছবিটাতে শুধু কাগজ আছে কিন্তু অন্য জায়গায় নেই। এখন প্রিন্ট করা পেজটির কালো অংশটুকু অ্যান্টিকাটার দিয়ে কেটে বাদ দিন।

কালো অংশটুকু কেটে বাদ দেওয়ার সময় ভালো করে লক্ষ্য করবেন যেন কোনো সাদা অংশ মুল অংশ থেকে বিচ্ছিন্ন না হয়। এক্ষেত্রে আপনার কমন সেন্সকে কাজে লাগান। যতো সুন্দর করে ছবি কাটতে পারবেন পেইন্ট ততো ভালো হবে। তাই কাটার সুবিধার্থে Threshold ইফেক্ট দেওয়ার সময় ছবিটি ভাল করে দেখুন, প্রয়োজনে ইফেক্ট কম বা বেশি করুন উপরের নিয়ম অনুসারে। ব্যস ২য় ধাপ শেষ।

৩য় ধাপঃ এবার প্রিন্ট করা কাগজটির কাটার পর যে সাদা অংশ আছে তা দেয়ালে আইকা আঠা দিয়ে লাগান। দেয়ালটি রং সাদা হলে সবচেয়ে ভালো হয়। তারপর স্প্রে পেইন্ট দিয়ে স্প্রে করুন। ছবিঃ দেয়ালে স্প্রে করার সময়ের ছবি। স্প্রে করার সময় দেখবেন যেন স্প্রে আপনার কাগজের বাহিরে না যায়।

এজন্য অন্য কাগজ দিয়ে সাদা কাগজের চার পাশের দেয়ালটি ঢেকে দিতে পারেন। প্রথমবার স্প্রে করার ৫-১০ মিনিট পর ২য় বার স্প্রে করুন। খেয়াল রাখবেন স্প্রে যেন আস্তে হয় তানাহলে রং দেয়ালে বেয়ে নিচে পরবে। ২-৩ মিনিট পর কাগজটি দেয়াল থেকে উঠিয়ে ফেলুন। আপনার কাজ শেষ।

এখন সবাইকে অবাক করে দিন আপনার আর্ট-ওয়ার্ক দেখিয়ে। তবে আপনি যে শুধু ফেইস এর ছবিই পেইন্ট করতে পারবেন তা না, আপনি ইচ্ছা করলে যেকোনো ছবিই পেইন্ট করতে পারেন তবে সেক্ষেত্রে দেখতে হবে যে Threshold ইফেক্ট দেওয়ার পর ছবিটি যেন হিজিবিজি না হয়। ছবিঃ স্প্রে করার পর দেয়ালে ছবি(১)। ছবিঃ স্প্রে করার পর দেয়ালে ছবি(২)। এই কাজটি আমার করা সর্বশেষ আর্ট-ওয়ার্ক।

লক্ষ্য করুন, আপনি যে কোন কালার দিয়ে স্প্রে করতে পারেন। তবে দেয়াল সাদা হলে কালো রং ব্যাবহার করুন তাহলে ফটোশপের ছবি আর আপনার দেয়ালের ছবি ১০০% একই হবে। ছবিঃ PHOSPHORESCENT “ GLOW-IN-DARK স্প্রে দিয়ে পেইন্ট করা ছবি যা অন্ধকারে দেখা যায়। আর আপনার বাসায় ছোট ছেলে মেয়ে থাকলে ডোরেমন, বেন-টেন ইত্যাদি কার্টুন ছবি শোবার দেয়ালে বা সীলিং এ PHOSPHORESCENT “ GLOW-IN-DARK ” ব্যবহার করতে পারেন এতে করে ছবিগুলো রাতেরবেলা অন্ধকারে রেডিয়াম আলোর মতো জ্বলজ্বল করবে। বি. দ্র ১- লেখাটি সম্পূর্ণ মৌলিক এবং এটি কোন বিদেশি ব্লগ বা বই থেকে অনুবাদ করা নয়।

বি.দ্র.২- আমি নতুন ব্লগার মন্তব্য করলে উৎসাহ পাব এবং হয়ত নিজের ভুলগুলি শুধরে নিতে পারব। এই মাত্রই জেনারেল হলাম। জেনারেল হওয়ার পর প্রথম পোস্ট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.