আমাদের কথা খুঁজে নিন

   

মেটাল আর্টিস্টদের গাওয়া, কিন্তু একবারেই কোনভাবেই মেটাল নয়, প্রায় পপ কিছু গান

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

মেটাল গান দেখতে পারেন না, এমন লোক বাংলাদেশে কম না। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এমন কিছু গান, যা বিখ্যাত মেটাল আর্টিস্টদের গাওয়া, কিন্তু একবারেই ঠান্ডা, প্রায় পপ, অথবা অল্টারনেটিভ রক। স্টোন সাওয়ার - বদার কোরে টেইলর একই সাথে স্লিপনট এবং স্টোন সাওয়ার-এর লীড ভোকাল, দুটাই মেটাল ব্যান্ড, এর মধ্যে স্লিপনট ২০০৬ সালে বিফোর আই ফরগেট গানের জন্য মেটালে গ্র্যামি পাওয়া। তবে, ২০০২ সালের এই একটা গানেই পাওয়া গেছে কোরের গলা কতটা স্মুথ, গানটায় গীটার সবসময় সে নিজে বাজায়। ভিডিওটা দেখুন, লিম্প বিজকিট - বিহাইন্ড ব্লু আইস অনেকেই ডাস্টকে পছন্দ করেননা তার বিতর্কিত কাজকর্মের জন্য, যদিও নিউ-মেটালের পর্থম দিকের আর্টিস্টদের একজন সে।

গানটা খুব সুন্দর। ব্ল্যাক লেভেল সোসাইটি - ইন দিস রিভার জ্যাক ওয়াইলড নামকরা একজন হেভি মেটাল গিটারিস্ট, অনেকদিন বাজিয়েছেন ব্ল্যাক সেবাথে। এই গানটা রচনা করা হয়েছে প্যান্টেরা ব্যান্ডের মৃত গীটারিস্ট Dimebag Darrel এর স্ম্বতিচারণ করে। মটলে ক্র - ইফ আই ডাই টুমরো আশির দশকের থ্র্যাশ মেটাল ব্যান্ড, এই গানটা সম্পূর্ণ অন্যরকম ওদের জন্য। আশা করি ভাল লাগবে।

যার জানেননা, তাদের বলছি, এই ব্যান্ডের ড্রামার টমি লি। সিস্টেম অফ এ ডন - লোনলি ডে ব্যান্ড মেম্বাররা এখন যার যার নিজ প্রজেক্ট নিয়ে ব্যস্ত, কিন্তু নিজেদের রক গান ছিল সম্পূর্ন আলাদা, শুনলেই চেনা যেত। আজ পর্যন্ত কেউ এদের গানগুলোকে নির্দিস্ট কোন জেনরিতে ফেলতে পারেনি, নিজেরাও বলত শুধু রক গান। এই গানটা গীটারিস্ট ম্যালাকিয়ার সুর করা এবং গাওয়া, ওদের অন্য সব গান থেকে আলাদা। ২০০৬ থেকে আমি এদের মিস করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.