সকল ব্লগারদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, সকল প্রকার ভাল মন্তব্য সাদরে গ্রহন করা হবে। কোন বা
সূরা আনফালের ৭৩ নং আয়াতে আল্লাহ বলেন: যারা সত্য অমাস্যকারী তারা একে অপরের সাহায্য করে। তোমরা ঈমানদারলোকেরা যদি পরস্পরের সাহায্যে এগিয়ে না আস তাহলে জমিনে বড় ফেতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হবে।
এছাড়াও , হযরত আবু হোরায়রা রা: থেকে বর্নিত , তিনি বলেন, রাসূল সা: বলেছেন। পরস্পর হিংসা করোনা, নিলাম ডেকে মুল্য বৃদ্ধি করোনা, পরস্পরে ঘৃনা করোনা, পরস্পর বিচ্ছিন্ন হয়োনা, নিজের জিনিস অন্যের বিক্রির সময় সামনে এগিয়ে দিওনা, হে আল্লাহর বান্দাগন পরস্পর ভাই ভাই হয়ে যাও, মুসলমান পরস্পর ভাই ভাই, সে তার ওপর জুলুম করেনা, তাকে অসহায়ভাবে ছেড়ে দেয়না, তাকে মিথ্যা বলেনা, এবং অপমান করেনা। তাকওয়া এখানে রয়েছে, তিনি তার বুকে দিকে ইঙ্গিত দিলেন, কোন মানুষের মন্দ হওয়ার জন্য একটুকু যথেষ্ট যে, সে তার ভাইকে হীন মনে করে। প্রত্যেক মুসলমানের জন্য এসব কাজ হারাম তার রক্ত,সম্পদ, এবং তার সম্মান। বুখারী ও মুসলিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।