আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের চিঠি-২



প্রিয় পুরুষ: আমি রাজকুমারি নই। আমার নেই পায়ের কাছে সোনার কাঠি আর মাথার কাছে রুপার কাঠি। আমি রাজকন্যা হেলেন নই যার জন্য হয়েছিল ট্রয় নগরী হয়েছিল ধ্বংস। আমি নাটোররে বনলতা সেন নই যার জন্য হাজার বছর পথ হেটেছে কেউ। আমি জুলিয়েট নেই যার জন্য রোমিও প্রেমের গল্প লোকে পড়বে হাজার বছর।

আমি পার্বতি নই যাকে নিয়ে শরত বাবু গল্প লিখবে আর দেবদাস তাকে অসাধারন ভালবাসা দিবে। আমি সাধারন মেয়ে, আমার নাকটা একটু বোচা, গায়ের রং মা বলেন শ্যামলা আমি বলি কালো। টক খাবার কথা শুনলে আমার লোভ লাগে। আমার কান্না আসে, হাসি আসে, রক্তে মাংসের এক মানবী আমি। আমি অমানবিক ভালবাসা তোমাকে দিতে পারিনা।

আমি পারি তোমাকে সাধারন ভালোবাসা দিতে, আমি স্বপ্ন দেখি চাদের আলোয় তোমাকে নিয়ে হাটা কিংবা সারা রাত গল্প করে কাটানো। আমি তোমার কথা ভেবে পার করতে পারি সারাদিন। আমি এক সাধারন মেয়ে আমার ভালবাসা আমার মতোই সাধারন, মাঝে মাঝে ভয় হয় আমার সাধারন ভালবাসা কি তোমার জন্য যথেষ্ট হবে ? তোমার নারী


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.